হোম রাজনীতি মির্জা আব্বাসের গ্রেফতারে কী বললেন স্ত্রী আফরোজা

রাজনীতি ডেস্ক:

শনিবারের (২৮ অক্টোবর) মহাসমাবেশকে ঘিরে হামলা-সংঘর্ষে পুলিশ হত্যার ঘটনায় হওয়া মামলায় গ্রেফতার হয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস ও যুগ্ম মহাসচিব মোয়াজ্জেমা হোসেন আলাল।

তবে নেতাদের গ্রেফতারের পর কর্মীরাই আন্দোলনের দায়িত্ব নেবে বলে এক প্রতিক্রিয়ায় জানিয়েছেন মির্জা আব্বাসের স্ত্রী ও জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস।

মঙ্গলবার (৩১ অক্টোবর) রাতে মির্জা আব্বাসের গ্রেফতারের খবর পেয়ে তিনি এ কথা বলেন।

কোন মামলায় আব্বাসকে গ্রেফতার করা হয়েছে জানেন না উল্লেখ করে আফরোজা বলেন, ‘কেন্দ্রীয় নেতাদের গ্রেফতারের ঘটনা বিএনপির আন্দোলনে প্রভাব ফেলবে না। কারণ নেতৃত্বশূন্য হলে কর্মীরাই দায়িত্ব নেবে।’

গ্রেফতারের পর মির্জা আব্বাসের সঙ্গে যোগাযোগ হয়নি জানিয়ে তিনি আরও বলেন, ‘এখন পর্যন্ত যোগাযোগ করতে পারিনি। সবশেষ রাত ৮টায় কথা হয়েছে। তখন বাসা ঘেরাও ছিল।’

নেতাদের বিরুেদ্ধ হওয়া মামলা রাজনৈতিক উল্লেখ করে সব মামলা প্রত্যাহারেরও দাবি জানান তিনি।

এরআগে, রোববার (২৯ অক্টোবর) আফরোজা গণমাধ্যমকর্মীদের জানিয়েছিলেন, শনিবারের (২৮ অক্টোবর) সমাবেশ উপলক্ষে ওইদিন সকালে বাসা থেকে বেরিয়েছিলেন মির্জা আব্বাস। এরপর তিনি আর বাসায় ফেরেননি।

গত শনিবার (২৮ অক্টোবর) বিএনপির সমাবেশের দিন পুলিশ সদস্য আমিরুল ইসলামকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনার পরদিন রোববার (২৯ অক্টোবর) রাজধানীর পল্টন থানার এসআই মাসুক মিয়া বাদী হয়ে মামলা করেন। মামলায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায় ও আমীর খসরু মাহমুদ চৌধুরী, ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু ও আহমেদ আজম খান, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, যুগ্ম মহাসচিব হাবিবুন নবী খান সোহেল, কেন্দ্রীয় যুবদলের সুলতান সালাউদ্দিন টুকু, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সভাপতি এসএম জিলানীকে আসামি করা হয়।

এছাড়া কেন্দ্রীয় ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি রাশেদ ইকবাল খান, সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য ইশরাক হোসেন, ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য তাবিথ আউয়াল এবং ঢাকা জেলা বিএনপির সদস্য নিপুণ রায়সহ ১৬৪ জন নেতাকর্মী ছাড়াও অজ্ঞাত আরও কয়েক হাজার নেতাকর্মীকে মামলায় আসামি করা হয়।

আসামিদের বিরুদ্ধে ১৪৭, ১৪৮, ১৪৯, ১৮৬, ৩৩২, ৩৩৩, ৩০২, ৩৫৩, ৪২৭, ১০৯, ৩৪ ধারায় অভিযোগ আনা হয়েছে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন