শিপলু জামান, কালীগঞ্জ ( ঝিনাইদহ ) :
বিএনপির কেন্দ্র ঘোষিত অবরোধ কর্মসুচী পৃথকভাবে পালন করেছে ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা বিএনপি । ৩১ আগষ্ট মঙ্গলবার সকালে হামিদুল ইসলাম হামিদের সমর্থকেররা শহরে প্রথম আলো সড়কে অবস্থান কর্মসূচী পালন করে ।হামিদ সমর্থিত পৌর যুবদলের আহ্বায়ক শাহজাহান আলী খোকনের নেতৃত্বে ঢাকা খুলনা মহাসড়কের প্রথম আলো সড়কের উপর গাছের গুড়ি ফেলে অবস্থান নেয় কালীগঞ্জ উপজেলা বিএনপি ,যুবদল ,ছাত্রদল ও স্বেচ্ছাসেবকদলের নেতা কর্মীরা ।
অপরদিকে উপজেলা বিএনপির অপর অংশ সাইফুল ইসলাম ফিরোজ সমর্থিত নেতা কর্মীরা উপজেলার ছালাভরা নামক স্থানে মহাসড়কের উপর বসে অবরোধ কর্মসূচী পালন করে ।এ সময় ফিরোজ সমর্থিত উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ইলিয়াস রহমান মিঠুর নেতৃত্বে নেতা কর্মীরা মহাসড়কের উপর বসে সম্পূর্ন যান চলাচল বন্ধ করে দেয় ।
সরজমিনে দেখা যায় ,কালীগঞ্জ থেকে কোন দূর পাল্লার যানবাহন ছেড়ে যায়নি ।অধিকাংশ রাস্থাগুলো ছিল ফাকা ।
উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব খান প্রতিবেদককে জানান ,হামিদুল ইসলাম হামিদের সার্বিক তত্বাবধানে আমরা কেন্দ্রীয় কর্মসূচী পালন করছি ।ইতিমধ্যে আমাদের শতাধিক নেতা কর্মীর নামে গায়েবী মামলা দেওয়া হয়েছে।দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা রাজপথেই থাকবো ।