ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি :
বাগেরহাটের ফকিরহাটে নাশকতার মামলায় বিএনপির ১০ নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতদের মঙ্গলবার (৩১ অক্টোবর) দুপুর ১২টার দিকে বাগেরহাট বিজ্ঞ আদালতে সোর্পদ করা হয়েছে।
সোমবার (৩০ অক্টোবর) রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলেন আতিয়ার রহমান মোড়ল (৬০), আল-আমিন ফারাজী (৩১), রওসন আলী শেখ (৭০), মো. কামরুল শেখ (৪৫), মো জাহিদুল মোল্ল (২৭), মো. মোজাফফর শেখ (৫৪), মো. মঞ্জুরুল শেখ (৩৯), শেখ আলমগীর কবীর (৪৯), আশিকুর রহমান নিপুন (৪০) ও শেখ ফাইম শাহরিয়ার রাব্বি (২৯)। গ্রেপ্তারকৃতরা ফকিরহাট উপজেলার বিভিন্ন গ্রামের বাসিন্দা।
ফকিরহাট মডেল থানার অফিসার্স ইনচার্জ (ওসি) মো. আশরাফুল আলম এ তথ্য নিশ্চিত করে বলেন গ্রেপ্তারকৃতদের আদালতে সোর্পদ করা হয়েছে।