রাজনীতি ডেস্ক:
সিরাজগঞ্জের বঙ্গবন্ধু সেতু পশ্চিম মহাসড়কে পিকেটিং করতে এসে পুলিশের ধাওয়া খেয়ে পালিয়ে যাওয়ার সময় আওয়ামী লীগ নেতাকে মারধর করেছে জামায়াতের নেতাকর্মীরা।
মঙ্গলবার (৩১ অক্টোবর) সকালে বঙ্গবন্ধু সেতু পশ্চিম মহাসড়কের সীমান্ত বাজার এলাকায় এ ঘটনা ঘটে। জামায়াত কর্মীদের মারপিটে আহত গোলাম আজম তালুকদার বাবলু শিয়ালকোল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি। তার চোখে আঘাত পাওয়ায় সিরাজগঞ্জ চক্ষু হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন তিনি।
শিয়ালকোল ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জামাল উদ্দিন তালুকদার জানান, সীমান্ত বাজার এলাকায় ভোরে পিকেটিং করতে বের হয় জামায়াত-শিবিরের নেতাকর্মীরা। এ সময় পুলিশ তাদের ধাওয়া করে। ধাওয়া খেয়ে পালিয়ে যাওয়ার সময় ধুকুরিয়া সাহাপাড়া এলাকায় গোলাম আজম তালুকদার বাবলুকে মারধর করে চলে যায় তারা।
আহত গোলাম আজম তালুকদার বাবলু বলেন, ‘আমি মোটরসাইকেলযোগে অবরোধবিরোধী কর্মসূচিতে অংশ নিতে মহাসড়কে যাচ্ছিলাম। জামায়াত নেতাকর্মীরা আমাকে ধরে বেধড়ক মারপিট করেছে।’
সদর থানার ওসি মো. সিরাজুল ইসলাম জানান, সীমান্ত বাজার এলাকায় জামায়াত পিকেটিং করার চেষ্টা করছে এমন খবর শুনে সেখানে পুলিশ পাঠানো হয়। পুলিশের উপস্থিতি দেখে তারা পালিয়ে যায়। তবে আওয়ামী লীগ নেতাকে মারধরের বিষয়টি কেউ জানায়নি।