দীপক শেঠ,কলারোয়া :
কলারোয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডাক্তার শফিকুল ইসলাম(৩৩)কে সরকারিভাবে ‘করোনা ভাইরাস-মুক্ত’ ঘোষণা সময়ের অপেক্ষা-মাত্র। ফলোআপ রিপোর্টে করোনা ভাইরাস নেগেটিভ এসেছে বলে আক্রান্ত ডা: শফিকুল ইসলাম নিজেই নিশ্চিত করেছেন। তিনি আরও জানান,গত ২১ জুন কৌতুহল বশত: নমুনা সংগ্রহ করে ল্যাবে প্রেরণ করলে ২৪ জুন ল্যাবের প্রেরিত রিপোর্টে করোনা ভাইরাস পজিটিভ শনাক্ত হয়েছে ।
সেখান থেকে কলারোয়া সরকারি হাসপাতালের আবাসিক চিকিৎসক (আরএমও) হিসাবে সরকারি বাসভবনে নিজেকে আইসোলেশনে রেখে চিকিৎসা লাভ করি। চিকিৎসা থাকা অবস্থায় গত ১ জুলাই ফলোআপ নমুনা সংগ্রহ করে ল্যাবে পাঠালে ৩ জুলাই ল্যাবের প্রেরিত রিপোর্টে করোনা ভাইরাস নেগেটিভ আসায় নিজেকে করোনা-মুক্ত বলে মনে করছি।
তিনি আরও বলেন আইসোলেশনে থাকা অবস্থায় নিয়মিত ভিটামিন সমৃদ্ধ ফল, সবুজ শাক-সবজিসহ বিভিন্ন পুষ্টিকর জাতীয় খাদ্য ও প্রতিদিন বারংবার আদা,লবঙ্গ মিশ্রিত গরম পানি ও মাঝে মধ্যে আদা মিশ্রিত লাল চা পান করতাম। তবে তেমন কোন ওষুধ সেবন করতে হয়নি। তিনি বলেন আমার শরীরে প্রথম থেকেই এই ভাইরাসের উপসর্গ-বিহীন ছিলো এখনও তাই আছে।
দোয়া প্রার্থী রোগী হিসাবে আমার দ্রুত সুস্থতার জন্য কলারোয়া-বাসিসহ সকল স্বজন ও শুভাকঙ্খীদের কাছে চির -কৃতজ্ঞতা প্রকাশ করছি। এদিকে কলারোয়ার কৃতি সন্তান, গরীবের ডাক্তার ও স্বাস্থ্য ক্ষেত্রে সেবক হিসাবে মানবিকতার প্রতীক যোগ্য চিকিৎসক শফিকুল ইসলামের করোনা ভাইরাসে ফলোআপ নমুনা রিপোর্টে নেগেটিভ হওয়ায় কলারোয়া-বাসির মনে স্বস্তি প্রকাশ এবং তার সার্বিকভাবে সুস্থতা কামনা করে পুন:রায় চিকিৎসা সেবায় নিয়োজিত রেখে স্বাস্থ্য সেবা কার্যক্রম অব্যাহত রাখার আশায় আনন্দ প্রকাশ করেন।