হোম খুলনাবাগেরহাট ফকিরহাটে জাতীয় ক্লাব ভারোত্তোলন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠান

ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি :

বাগেরহাটের ফকিরহাটে ২দিন ব্যাপী শুরু হয়েছে বঙ্গবন্ধু ১২ তম নারী ও ১৬ তম পুরুষ জাতীয় ক্লাব ভারোত্তোলন প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান রোববার (২৯ অক্টোবর) বিকেলে অনুষ্ঠিত হয়েছে।

ফকিরহাট উপজেলা অডিটোরিয়ামে প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন বাংলাদেশ ভারোত্তোলন ফেডারেশনের সহসভাপতি ও উইং কমান্ডার মহিউদ্দিন আহমেদ (অবঃ)। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফকিরহাট উপজেলা পরিষদের চেয়ারম্যান স্বপন কুমার দাশ।

এসময় ভারোত্তোলন ফেডারেশনের সাধারণ সম্পাদক লে: কর্নেল নজরুল ইসলাম, সদস্য বীর মুক্তিযোদ্ধা মুজিবুর রহমানসহ সহ জেলা ক্রীড়া কর্মকর্তা, জাতীয় ক্রীড়া পুরস্কার প্রাপ্ত ক্রীড়াবিদ, জনপ্রতিনিধি, সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সাতশৈয়া ভারোত্তোলন প্রশিক্ষণ কেন্দ্রের পরিচালক আনিচুর রহমান বিপ্লব জানান, প্রতিযোগিতায় দেশের বিভিন্ন জেলার ১৬টি ভারোত্তোলন ক্লাবের মোট ৬৫জন নারী ও পুরুষ খেলোয়ার অংশগ্রহন করেন।

প্রথমবারের ফকিরহাট উপজেলাতে এধরনের খেলার আয়োজন ছিল দর্শকদের নজরকাড়ার মতো। বাছাইকৃত খেলোয়াড়দের অংশগ্রহনে ভারোত্তোলন প্রতিযোগিতায় আন্তর্জাতিক খেলায় চ্যাম্পিয়ান হওয়ার আশা আয়োজকদের।

অন্য খেলার চেয়ে ভারোত্তোলন প্রতিযোগিতা অনেক কষ্টের। তাই প্রশিক্ষনার্থীদের শারীরীক কসরতের মধ্যে দিয়ে প্রতিযোগিতায় লড়তে হয়। সেক্ষেত্রে তাদের সুযোগ-সুবিধা বাড়ানোর দাবী ক্রীড়াবিদদের।

এ প্রতিযোগিতার আয়োজন করেন বাংলাদেশ ভারোত্তোলন ফেডারেশন ও ফকিরহাটের সাতশৈয়া ভারোত্তোলন প্রশিক্ষণ কেন্দ্র।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন