হোম অন্যান্যসারাদেশ কলারোয়ার কাদপুরে এক শিশুর পানিতে ডুবে করুণ মৃত্যু

কলারোয়ার কাদপুরে এক শিশুর পানিতে ডুবে করুণ মৃত্যু

কর্তৃক
০ মন্তব্য 116 ভিউজ
দীপক শেঠ,কলারোয়া  :
কলারোয়ার কাদপুরে পানিতে ডুবে এক শিশুর করুণ মৃত্যু হয়েছে।  দূর্ঘটনাটি ঘেটেছে,শুক্রবার(৩জুলাই) বেলা সাড়ে ১২টার দিকে উপজেলার সীমান্তবর্তী চন্দনপুর ইউনিয়নের কাদপুর গ্রামে। স্থানীয় সূত্রে জানা যায়,কাদপুর গ্রামের মাসুম বিল্লাহ’র মেয়ে সামিয়া খাতুন ফনি (১ বছর) বাড়ির পাশে পুকুরে ধারে বসা অবস্থায় সকলের অজান্তে কোন এক সময় পানিতে পড়ে যায়। পরিবারের সদস্যরা দিশেহারা হয়ে খুঁজতে খুঁজতে  দেখে সামিয়ার নিথরদেহ পানিতে ভাসছে। পরে মৃত অবস্থায় পানি থেকে শিশুটির উদ্ধার করা হয়।  এ ব্যাপারে কাদপুর গ্রামের ইউপি সদস্য শাহাদাৎ হোসেনের সাথে সেল ফোনে কথা বললে তিনি পানিতে ডুবে শিশু সানিয়া(ফনি)’র মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, এ ব্যাপারে কলারোয়া থানায় অপমৃত্যু মামলা দায়ের শেষে শুক্রবার আসরবাদ জানাযা নামাজের পর মৃত শিশুকে পারিবারিক কবরস্থানে দাফন কার্য সম্পন্ন করা হবে। শিশুটির করুণ মৃত্যুর খবরটি ছড়িয়ে পড়লে তার পরিবারসহ এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন