মোস্তফা কামাল, নড়াইল:
বিশ্ববরেণ্য চিত্রশিল্পী এস এম সুলতানের ৯৯তম জন্মবার্ষিকী উপলক্ষে নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। প্রতিবছরের মতো এবারও নড়াইলের চিত্রা নদীর দুইপাড়ে লাখো দর্শকের ঢল নামে। শুধু নড়াইল নয়, পার্শ্ববর্তী জেলা ফরিদপুর, গোপালগঞ্জ, মাগুরা, ঝিনাইদহ, যশোর, খুলনা থেকে অংশ নিতে মাঝি-মাল্লারা যেমন এসেছেন তেমনি নৌকা বাইচ দেখতে ছুটে এসেছেন নারী পুরুষ,শিশু সহ বিভিন্ন বয়সী মানুষ, এই শহরের মানুষ যেমন এই নাগরিক উৎসবের অপেক্ষায় ছিল সারা বছর। তার সাবেক ফেরিঘাট থেকে শুরু হলো এই নাগরিক উৎসবের। সকাল থেকেই চিত্রার দুপাড়েই অপেক্ষায় ছিল আগতরা। দুপুর গড়াতেই যা লক্ষজনে রুপ নেয়।
সাবেক ফেরিঘাট থেকে শুরু হলো এই নাগরিক উৎসবের। সকাল থেকেই চিত্রার দুপাড়েই অপেক্ষায় ছিল আগতরা।
শনিবার (২৮ অক্টোবর) বেলা ২টার দিকে নৌকা বাইচ প্রতিতযোগিতা শুরু হয় এস এম সুলতান সেতু পর্যন্ত প্রায় ৫ কিলোমিটার পাল্লার এ বাইচ প্রতিযোগিতায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে টালাই ও কালাই ও সহ মোট ১৪টি বাইচের নৌকার অংশ নেয়। নারী মাঝি মাল্লার নৌকা চালনায় প্রমিলা বাইচেরও ৪টি নৌকা অংশ নেয়। তারাও আগত সবাইকে লোকজ আনন্দ দিতে অংশ নেয় এই প্রতিযোগিতায়।
বিকেল হতেই পানির সাথে বৈঠার খেলা ছিল এমন। পুরুষদের সাথে নারীরাও অংশ নেয় প্রতিবছরই। নারী-পুরুষ ও শিশু-বৃদ্ধের আগমনে নৌকাবাইচ যেন পরিণত হয় মিলন মেলায়। গ্রাম বাংলার ঐতিহ্যবাহী এ নৌকাবাইচ দেখতে চিত্রা নদীর দুই পাড়ে, বাড়ির ছাদে, গাছের ডালেও ভিড় ছিল মানুষের। এ আনন্দ উপভোগ করতে সবাই সারা বছর আগ্রহ নিয়ে অপেক্ষা করছিলেন।
সাবেক ফেরিঘাটে উদ্বোধনী অনুষ্ঠিত ও পুরস্কার বিতারণী অনুষ্ঠিত হয় রুপগ বাধাঘাটে । জেলা প্রশাসক ও এস এম সুলতান ফাউন্ডেশনের সভাপতি মোহাম্মদ আশফাকুল হক চৌধূরীর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন খুলনা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি হাসানুজ্জামান,বিশেষ অতিথি হিসাবে আরো বক্তব্য দেন, পুলিশ সুপার মোসাঃ সাদিরা খাতুন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শাশ্বতী শীল,পৌরমেয়র আঞ্জুমান আরাসহ অনেকে।
নৌকার প্রত্যেক বিভাগের ১ম স্থান অধিকারী প্রতিটি নৌকাকে ৬০ হাজার টাকা, ২য় স্থান অধিকারী প্রতিটি নৌকাকে ৪০ হাজার টাকা এবং তৃতীয় স্থান অধিকারী প্রতিটি নৌকাকে ২০ হাজার টাকা পুরস্কার প্রদান করা হবে। তাছাড়া প্রতিটি অংশগ্রহণকারী নৌকাকে ৫ হাজার টাকা করে সান্তনা পুরস্কার দেওয়া হয়।
এছাড়া মহিলা নৌকা বাইচ প্রতিযোগিদের জন্য ১ম স্থান অধিকারীর জন্য ১০ হাজার টাকা এবং অন্যান্য অংশগ্রহণকারী নৌকাকে ৫ হাজার টাকা করে পুরস্কার দেওয়া হয়। নৌকাবাইচের সমাপনী ও পুরস্কার বিতরনী অনুষ্ঠান বাঁধাঘাটে অনুষ্ঠিত হয়। অতিথিবৃন্দ বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরন করেন।