নিজস্ব প্রতিনিধি:
সাতক্ষীরার প্রবীণ আবাসন কেন্দ্রের নতুন ভবনের উদ্বোধন করা হয়েছে। বে-সরকারি উন্নয়ন সংস্থা আরা’র উদ্যোগে শনিবার বেলা ১১টায় শহরতলীর মেহেদীবাগ এলাকায় নির্মিত এ নতুন ভবনের উদ্বোধন করেন, সাতক্ষীরা জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ¦ মোঃ নজরুল ইসলাম।
উদ্বোধন শেষে বীর মুক্তিযোদ্ধা কাজী রিয়াজের সভাপতিত্বে আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন, সরকারি মহিলা কলেজের প্রাক্তণ অধ্যক্ষ ডা. দিলারা বেগম, সদর উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মোঃ আসাদুজ্জামান বাবু, সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক সন্তোষ কুমার নাথ, মহিলা অধিদপ্তরের উপ-পরিচালক এ কে এম শফিউল আজম, প্রবীণ আবাসন কেন্দ্রের পরিচালক এস এম আবুল কালাম আজাদসহ আরও অনেকে।
বক্তারা এ সময় সাতক্ষীরা শহরের একমাত্র এই প্রবীন আবাসের নতুন ভবন নির্মিত হওয়ায় বে-সরকারি উন্নয়ন সংস্থা আরা’র প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
