হোম রাজনীতি বগুড়ায় বিএনপি ও অঙ্গসংগঠনের ১৬ নেতাকর্মী আটক

রাজনীতি ডেস্ক:

ঢাকায় সমাবেশে যাওয়ার পথে বগুড়া রেলস্টেশন থেকে বিএনপি ও অঙ্গসংগঠনের ১৬ নেতাকর্মীকে আটক করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।

শুক্রবার (২৭ অক্টোবর) রাত ১১টার দিকে রেলস্টেশনের প্লাটফর্ম থেকে তাদের আটক করা হয়। আটক নেতাকর্মীদের বগুড়া জেলা ডিবি পুলিশের কার্যালয়ে রাখা হয়েছে।

বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার শরাফত ইসলাম বলেন, রেলস্টেশন থেকে কয়েকজনকে আটক করা হয়েছে। তাদের পরিচয় যাচাই বাছাই চলছে। এছাড়াও পুরো জেলা জুড়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে অভিযান অব্যাহত আছে।

জানা যায়, ঢাকায় মহাসমাবেশে অংশ নিতে রংপুর এক্সপ্রেস ট্রেনে করে আসার জন্য তারা স্টেশনে গিয়েছিলেন বিএনপি ও অঙ্গসংগঠনের ১৬ নেতাকর্মী।

Khaleda

সম্পর্কিত পোস্ট

মতামত দিন