হোম জাতীয় কাকরাইলে গাড়ি ভাঙচুর

জাতীয় ডেস্ক:

রাজধানীর কাকরাইল মসজিদের সামনে কয়েকটি বাস ভাঙচুরের অভিযোগ পাওয়া গেছে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে।

শনিবার (২৮ অক্টোবর) দুপুর ১২টার দিকে কয়েকজন কর্মী বৈশাখী পরিবহনের একটি গাড়িতে ভাঙচুর চালায়। পরে গাজীপুর পরিবহনের আরেকটি বাসে ভাঙচুর চালায় আরও কয়েকজন।

এর আগে রাত থেকেই অনেক নেতাকর্মী কার্যালয়ের সামনে অবস্থান নেন। তবে ভোর থেকে বড় বড় মিছিল নিয়ে সমাবেশস্থলে আসতে থাকেন বিএনপির নেতাকর্মীরা।

দুপুর ২টায় মহাসমাবেশ শুরুর কথা থাকলেও ইতোমধ্যে কাকরাইল থেকে নটর ডেম কলেজ মোড় পর্যন্ত দুপাশের রাস্তায় হাজার হাজার নেতাকর্মীরা অবস্থান নিয়েছেন।

ব্যানার, প্ল্যাকার্ড হাতে মিছিল নিয়ে সভাস্থলে প্রবেশ করছেন তারা। বেগম জিয়ার মুক্তি, নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন ও সরকার পতনের একদফা দাবিতে স্লোগানে মুখর হয়ে উঠেছে নয়াপল্টন।

মঞ্চে অবস্থান নিয়ে কর্মীরা ইতোমধ্যে নেতাকর্মীদের সংঘঠিত হওয়ার আহ্বান জানিয়ে বক্তব্য দিচ্ছেন। তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবিও তুলছেন তারা। বেলা বাড়ার পরপর কেন্দ্রীয় নেতারা মঞ্চে ওঠে বক্তব্য দেবেন।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন