স্পোর্টস ডেস্ক:
সহজ লক্ষ্য পেলেও পাকিস্তানের বোলারদের বিপক্ষে ব্যাট হাতে বেশ ভুগেছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। জয় পেতে নিগার সুলতানা জ্যোতির দলকে লড়াই করতে হয়েছে ইনিংসের শেষ ওভার পর্যন্ত।
চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে বুধবার (২৫ অক্টোবর) তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে পাকিস্তানকে ৫ উইকেটে হারিয়েছে বাংলাদেশ। ৮৩ রান তাড়ায় নেমে ৫ উইকেট হারিয়ে ১৯.৩ ওভারে জয় নিশ্চিত করে লাল সবুজের প্রতিনিধিরা।
সহজ লক্ষ্য তাড়া করতে নেমে দলীয় ১২ রানে ওপেনার শামীমা সুলতানাকে হারায় বাংলাদেশ। ৯ বলে ৫ রান করে রান আউট হন তিনি। এরপর দ্বিতীয় উইকেটে দলের হাল ধরেন মুর্শিদা খাতুন ও সোবানা মোস্তারি। তবে তাদের ধীরগতির ব্যাটিংয়ে চাপে পড়ে দল। ২৫ বলে ২ চারের মারে ১৬ রান করে ইনিংসের দশম ওভারে উম্মে হানির শিকার হন সোবানা।
এরপর ক্রিজে নেমে রানের গতি বাড়ান অধিনায়ক জ্যোতি। দলীয় ৫৭ রানে ব্যক্তিগত ২৩ রানের ইনিংস খেলে আউট হন মুর্শিদা। ৪০ বল মোকাবিলায় তার ইনিংসে ছিল কেবল ২টি চারের মার। তবে একপ্রান্ত আগলে ধরে ২৮ বলে ৩ চারের মারে ২৬ রানে অপরাজিত থেকে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন জ্যোতি। শেষদিকে ৩ বলে ৪ রানে অপরাজিত থেকে তার জয়ের সঙ্গী রিতু মনি। পাকিস্তানি বোলারদের মধ্যে ১টি করে উইকেট নেন দিয়ানা বাইগ, নাশরা সান্ধু ও উম্মে হানি।
এর আগে নাহিদা আক্তারের স্পিন বিষে নীল হয়ে ১৯.৪ ওভারে ৮২ রানে গুটিয়ে গিয়েছিল পাকিস্তান। ৩.৪ ওভার বল করে মাত্র ৮ রান খরচায় একাই ৫ উইকেট তুলে নেন নাহিদা। এছাড়া ১টি করে উইকেট নিয়েছেন সুলতানা খাতুন, রাবেয়া খান ও স্বর্ণা আক্তার।
টস হেরে ব্যাট করতে নেমে স্কোরবোর্ডে ২৫ রান তুলতেই দুই ওপেনার সিদরা আমিন ও মুনিবা আলীর উইকেট হারায় পাকিস্তান। দুজনকেই সাজঘরের পথ দেখান নাহিদা। তৃতীয় উইকেটে হাল ধরার চেষ্টা করেন বিসমাহ মারুফ ও অধিনায়ক নিদা দার। দুজনের ৩১ রানের জুটি ইনিংসে ১৩তম ওভারে ভাঙেন রাবেয়া খান। তার বলে বোল্ড হওয়ার আগে ২১ বলে ১ বাউন্ডারিতে ১৪ রান করেন নিদা।
এরপর ক্রিজে স্থায়ী হতে পারেননি বিসমাহও। ২৯ বলে ২০ রান করে তিনি রান আউটের শিকার হন। সুলতানা-নাহিদাদের ঘূর্ণি তোপে বাকিরাও খুব একটা সুবিধা করতে পারেনি। নাতালিয়া পারভেজের ১৬ বলে ১৫ ও দিয়ানা বাইগের ৯ বলে ৮ রানে ভর করে স্কোরটা কোনোরকম ৮২ রানে নিয়ে যায় পাকিস্তান।
এদিকে ৫ উইকেটের জয়ে তিন ম্যাচ সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল বাংলাদেশ। আগামী ২৭ ও ২৯ অক্টোবর চট্টগ্রামেই অনুষ্ঠিত হবে দ্বিতীয় ও তৃতীয় টি-টোয়েন্টি।