হোম আবহাওয়া বার্তা ‘হামুন’ চলে যাওয়ায় নামলো সতর্ক সংকেত

আবওহাওয়া ডেস্ক:

ঘূর্ণিঝড় হামুন বাংলাদেশের জন্য গুরুত্বহীন হয়ে পড়ায় দেশে আর ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার আশঙ্কা নেই। তাই উপকূলীয় এলাকাসহ দেশের সব এলাকার সতর্ক সংকেত নামিয়ে ফেলার নির্দেশ দিয়েছে আবহাওয়া দফতর।

বুধবার (২৫ অক্টোবর) আবহাওয়াবিদ মো. বজলুর রশিদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেয়া হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশের সব সমুদ্রবন্দর, উত্তর বঙ্গোপসাগর ও বাংলাদেশের উপকূলীয় এলাকায় ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার আশঙ্কা নেই। তাই চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে সংকেত নামিয়ে ফেলতে বলা হয়েছে।

একই সঙ্গে উত্তর বঙ্গোপসাগর ও তার আশপাশের এলাকায় অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারকে বুধবার (২৫ অক্টোবর) সন্ধ্যা পর্যন্ত সাবধানে চলাচল করতে বলা হয়েছে।

এরআগে ঘূর্ণিঝড় হামুনের প্রভাবে উপকূলীয় জেলা পুটুয়াখালী, ভোলা, বরিশাল, পিরোজপুর, ঝালকাঠি, বরগুনা, চট্টগ্রাম, ফেনী নোয়াখালী, লক্ষ্মীপুর, চাঁদপুর, ভোলা এবং তাদের কাছের দ্বীপ ও চরগুলোকে ৭ নম্বর বিপদ সংকত দেখিয়ে যেতে বলা হয়েছিল।

হামুনের তাণ্ডবে এখন পর্যন্ত কক্সবাজারে তিন জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। কক্সবাজার পৌরসভায় দেয়াল চাপায় একজন, মহেশখালী ও চকরিয়ায় গাছ চাপায় দুজনের মৃত্যু হয়। তবে তাদের নামপরিচয় এখনও জানা যায়নি।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন