বিনোদন ডেস্ক:
গত সপ্তাহে মুক্তি পেয়েছে দক্ষিণী তারকা থালাপতি বিজয়ের ‘লিও’ ও হলিউড তারকা লিওনার্দো ডিক্যাপ্রিওর ‘কিলার্স অব দ্য ফ্লাওয়ার মুন’ সিনেমা দুটি। আর মুক্তির চারদিনের মাথায় বক্স অফিস কালেকশনে ডিক্যাপ্রিওর সিনেমাকে ছাড়িয়ে গেছে বিজয়ের ‘লিও’।
ইন্ডিয়া টুডের এক প্রতিবেদন অনুযায়ী, থালাপতি বিজয়ের সিনেমাটি কেবল বিশ্বব্যাপী বক্স অফিসে নিবন্ধিত হয়নি, সপ্তাহান্তে ‘কিলার্স অব দ্য ফ্লাওয়ার মুন’-কেও হারাতে সক্ষম হয়েছে।
এছাড়া ১৯ অক্টোবর মুক্তিপ্রাপ্ত ‘লিও’ সিনেমাটি চারদিনে ৪৮.৫ মিলিয়ন ডলার অর্থাৎ ৫৩৪ কোটির বেশি আয় করেছে। যেখানে ডিক্যাপ্রিওর ‘কিলার্স অব দ্য ফ্লাওয়ার মুন’ সিনেমাটি আয় করেছে ৪৪ মিলিয়ন ডলায় অর্থাৎ ৪৮৫ কোটি।
পরিচালক লোকেশ কঙ্গরাজের ‘লোকেশ সিনেমাটিক ইউনিভার্স’-এর তৃতীয় কিস্তি ‘লিও’। ফলে অনেকেই মনে করছেন ইউনিভার্সের আগের দুই সিনেমা ‘কাইথি’ ও ‘বিক্রম’-এর অনেক চরিত্র ‘লিও’ সিনেমায় দেখা যাবে।
টু ডি এবং আইম্যাক্সে হিন্দি, তামিল, তেলুগু, মালায়লাম ও কন্নড় ভাষায় মুক্তি পেয়েছে ‘লিও’। ৩০০ কোটি রুপির বাজেটের সিনেমাটিতে বিজয় ছাড়াও অভিনয় করছেন তৃষা কৃষ্ণান, সঞ্জয় দত্ত, প্রিয়া আনন্দ, গৌতম মেনন ও অর্জুনের মতো তারকারা।
অন্যদিকে, ‘কিলার্স অব দ্য ফ্লাওয়ার মুন’ নির্মিত হয়েছে ডেভিড গ্র্যানের লেখা পুরস্কার বিজয়ী বই ‘কিলার্স অব দ্য ফ্লাওয়ার মুন: দ্য ওসেজ মার্ডারস অ্যান্ড দ্য বার্থ অব দ্য এফবিআই’-এর উপর ভিত্তি করে। এতে লিওনার্দো ডিক্যাপ্রিও ছাড়া আরও অভিনয় করেছেন লিলি গ্ল্যাডস্টোন, রবার্ট দে নিরো প্রমুখ।