হোম খুলনাসাতক্ষীরা ঘূর্ণিঝড় হামুন মোকাবেলায় সাতক্ষীরায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত, প্রস্তুত রাখা হয়েছে উপকূলীয় দুটি উপজেলায় ৩০০টি আশ্রয় কেন্দ্র

নিজস্ব প্রতিনিধি:

সাতক্ষীরায় ঘূর্ণিঝড় হামুন মোকাবেলায় জেলা দূর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসনের আয়োজনে মঙ্গলবার বেলা ১২টায় সাতক্ষীরা জেলা প্রশাসক সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন, সাতক্ষীরার জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন করিব।

প্রস্তুতি সভায় বক্তব্য রাখেন, সাতক্ষীরার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) সজিব খান, জেলা আবহাওয়া অফিসের কর্মকর্তা জুলফিকার আলী রিপন, পানি উন্নয়ন বোর্ড (১) এর নির্বাহী প্রকৌশলী মো: সালাউদ্দিন, পানি উন্নয়ন বোর্ড (২) এর নির্বাহী প্রকৌশলী আশিকুর রহমান, সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি মমতাজ আহম্মেদ বাপী, প্রথম আলোর নিজেস্ব প্রতিবেদক কল্যাণ ব্যানার্জি প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন বিভিন্ন সরকারি ও বেসরকারি দপ্তরের কর্মকর্তা এবং ইলেক্ট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা।

সাতক্ষীরা আবহাওয়া অফিসের নির্বাহী কর্মকর্তা জুলফিকার আলী রিপন জানান, ঘূর্ণিঝড় হামুন উপকূলের খুব নিকটবর্তী সৃষ্টি হওয়ায় এই ঘূর্ণিঝড়টি তীব্রগতি ধারণ করার সম্ভাবনা খুবই কম। তবে উপকূলীয় এলাকার নদীগুলোতে স্বাভাবিক জোয়ারের চেয়ে ৩ থেকে ৫ ফুট পানির উচ্চতা বৃদ্ধি পেতে পারে এবং সাতক্ষীরা উপকূলীয় এলাকয় ৫ নম্বার স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির জানান, ঘূর্ণিঝড় হামুন মোকাবেলায় সাতক্ষীরায় ইতিমধ্যে সকল ধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। বিশেষ করে উপকূলের মানুষের নিরাপত্তার জন্য উপকুলীয় উপজেলা অঅশাশুনি ও শ্যামনগরে সরকারি বেসরকারি মিলে মোট ৩০০ টির মত সাইক্লোন শেল্টার প্রস্তুত রাখা হয়েছে। মজুদ রাখা রয়েছে প্রয়োজনীয় ঔষধ, খাওয়ার স্যালাইন, সুপেয় পানি ও পর্যাপ্ত শুকনা খাবারসহ নগদ অর্থ। এছাড়া কোন এলাকার বেড়িবাঁধ ক্ষতিগ্রস্থ হলে প্রাথমিক ভাবে সংস্কারের জন্য পর্যাপ্ত জিও ব্যাগ ও মজুদ রাখা হয়েছে। প্রশাসনের পাশাপাশি আইনশৃঙ্খলা বাহীনির সদস্য, ভলেন্টিয়ার, বেসরকারি প্রতিষ্ঠান এবং স্বেচ্ছাসেবী সংগঠনের পাঁচ হাজার সদস্য প্রস্তুত রাখাসহ যে কোন ধরনের পরিস্থিতি মোকাবেলায় সাতক্ষীরা জেলা প্রশাসনের পক্ষ থেকে সকল ধরনের প্রস্তুতি নেয়া হয়েছে বলে তিনি আরো জানান।

Khaleda

সম্পর্কিত পোস্ট

মতামত দিন