রাজনীতি ডেস্ক:
দেশের সুষ্ঠু ও স্বাভাবিক গণতান্ত্রিক অবস্থান নস্যাতে মানুষরুপী একদল অসুর ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য কামরুল ইসলাম।
সোমবার (২৩ অক্টোবর) কেরানীগঞ্জে পূজামণ্ডপ পরিদর্শনের সময় তিনি এসব কথা বলেন।
কামরুল ইসলাম বলেন, অসাম্প্রদায়িক বাংলাদেশকে যারা সাম্প্রদায়িক বাংলাদেশ বানাতে চায় তাদের আমরা ঘৃণা করি। আমাদের প্রধানমন্ত্রী যখন দেশকে সামনে এগিয়ে নিতে চান, তখন মানুষরূপী একদল অসুর দেশকে পেছনে নিয়ে যেতে চায়। স্রষ্টার কাছে প্রার্থনা মানুষরূপী এই অসুররা যেন ধ্বংস হয়। গণতান্ত্রিক ধারা বজায় রেখে যেন সুষ্ঠু নির্বাচন সম্পন্ন করা যায়।
তিনি আরও বলেন, ‘এবার দুর্গা ঘোড়ায় চড়ে এসেছেন, যাবেনও ঘোড়ায় চড়ে। আমাদের বিশ্বাস দেবী দুর্গা সমস্ত জঞ্জাল দূর করবেন, অসুর বিনাশ করবেন। আমরা সবাই সমস্ত ধর্মীয় উৎসব যেন একসঙ্গে উদযাপন করতে পারি, এটাই আমাদের প্রার্থনা।