মিলন হোসেন, বেনাপোল :
যশোরের শার্শা উপজেলায় স্বামী স্ত্রী ও মা ছেলের দেহে কোভিড-১৯ সনাক্ত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জেনোম সেন্টারের ল্যাবে পাঠানো নমুনা থেকে উপজেলায় পাঁচ জনের আক্রান্তের রিপোর্ট এসেছে, তার মধ্যে এই চার জনও রয়েছে বলে জানান শার্শা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার ইউসুফ আলী।
আক্রান্ত স্বামী স্ত্রী হচ্ছেন শার্শা উপজেলার সীমান্তবর্তী পুটখালি ইউনিয়নের খলসী গ্রামে বাড়ি,ওই নারী (৩৩) শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার পরিকল্পনা বিভাগের একজন স্বাস্থ্য সহকারি ও তার স্বামী (৩৮) একটি সংস্থায় চাকুরি করেন। অন্যদিকে আক্রান্ত মা ও ছেলে হচ্ছেন, বেনাপোল পৌরসভার ৯নম্বর ওয়ার্ডের বড়আচড়া গ্রামের একজন গৃহিনী (৩৫) ও তার ছেলে স্কুল শিক্ষার্থী (১৪)।
এই ওয়ার্ডটি রেড জোনের আওতায় পড়েছে। আক্রান্ত অপরজন শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল টেকনোলজিস্ট (৩০) বাড়ি শার্শার কায়বা ইউনিয়নের ধানতাড়া গ্রামে। করোনা আক্রান্তরা স্বাস্থ্য বিভাগের পরামর্শে নিজ বাসায় আইসোলেশনে আছেন। ওই সব বাড়ি লকডাউন করা হয়েছে ।