হোম জাতীয় বিএনপির সমাবেশ: সড়কে প্রতিবন্ধকতা থাকবে কিনা জানতে চেয়েছেন পিটার হাস

জাতীয় ডেস্ক:

দুর্গাপূজার পর ২৮ অক্টোবর সরকার পতনের দাবিতে বিএনপি মহাসমাবেশের ডাক দিয়েছে। এ অবস্থায় দেশে অস্থিতিশীল পরিস্থিতির আশঙ্কা করছেন বিভিন্ন মহল।

তবে যুক্তরাষ্ট্র বাংলাদেশে শান্তিপূর্ণ রাজনৈতিক কর্মসূচি চায় বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত পিটার হাস।

রোববার (২২ অক্টোবর) সচিবালয়ে দুপুর ২টা ৪০ মিনিটে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সঙ্গে বৈঠক করেন হাস। এ সময় তিনি এ বার্তা দেন।

এ বিষয়ে পরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ২৮ তারিখ বিএনপি শান্তিপূর্ণভাবে সমাবেশ করতে পারবে বা ঢাকা আশা-যাওয়ার পথে কোনো প্রতিবন্ধকতা সৃষ্টি করা হবে কি না জানতে চেয়েছেন পিটার হাস। তাকে জানিয়েছি রাস্তা সচল রেখে শান্তিপূর্ণ কর্মসূচি পালন করলে কোনো বাঁধা দেয়া হবে না।

সংশ্লিষ্ট সূত্র জানায়, ২৮ অক্টোবর বিএনপির রাজনৈতিক কর্মসূচি শান্তিপূর্ণভাবে পালন, পূজায় সার্বক্ষণিক নিরাপত্তাসহ বেশ কয়েকটি ইস্যুতে স্বরাষ্ট্রমন্ত্রী ও মার্কিন রাষ্ট্রদূতের মধ্যে কথা হয়েছে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন