হোম অন্যান্যসারাদেশ যশোরের ভাতুড়িয়ার ইমরোজ হত্যা ধামাচাপা দিতে মরিয়া আসামি-পক্ষ

যশোরের ভাতুড়িয়ার ইমরোজ হত্যা ধামাচাপা দিতে মরিয়া আসামি-পক্ষ

কর্তৃক
০ মন্তব্য 117 ভিউজ

যশোর অফিস :

যশোরের ভাতুড়িয়া গ্রামে চাঞ্চল্যকর ইমরোজ হত্যা মামলা ধামাচাপা দিতে মরিয়া হয়ে উঠেছে আসামিপক্ষ। ঘটনার নয় মাস পর তারা সাক্ষী ও বাদীপক্ষকে একটি মিথ্যা ও সাজানো মামলার আসামি করে নানাভাবে নাজেহাল করছে এবং ইমরোজের খুনিদের রক্ষার চেষ্টা চালাচ্ছে।

গত বছর ২৪ জুলাই হরিণার বিলে নিজ মাছের ঘেরে প্রকাশ্যে দিবালোকে খুন হয় ইমরোজ। পরের দিন তার বাবা নূর ইসলাম ওরফে নূর বাদী হয়ে যশোর কোতয়ালি থানায় ১৩ জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করেন। মামলা নং ৫৬। আসামি করা হয় সেলিম রেজা পান্নু, আকিবুর, মোস্তফা ওরফে মোস্ত, আলী, রিংকু, স্বাধীন, রহিম, শাহিন, রণি, নাজমুল, তানভীর, সজল, আবু হেনা মোস্তফা কামাল সাগরসহ অজ্ঞাতনামা ৮/১০জন। আসামিরা দিনদুপুরে কুপিয়ে ও গুলি করে হত্যা করে।

মামলার অধিকাংশ আসামি গ্রেফতার করা হয়। কয়েকজন আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দী দেয়। বর্তমানে প্রধান আসামি সেলিম রেজা পান্নু জামিনে রয়েছে। তিনি বাদী নূর ইসলাম ওরফে নূরুকে মামলা তুলে নিতে নানাভাবে চাপ প্রয়োগ করছে। সেই সাথে হুমকিও দিচ্ছে। এ ব্যাপারে গত ১৩ মে যশোর প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে বাদী মেয়ে তানিয়া আক্তার এ অভিযোগ করেন।

এদিকে, মামলা প্রত্যাহারে ব্যার্থ হয়ে আসামিপক্ষ নতুন ষড়যন্ত্রে মেতে উঠেছে। তারা বাদীকে চাপের মুখে ফেলতে গ্রামের একটি স্বাভাবিক মৃত্যুর ঘটনাকে হত্যাকন্ড সাজিয়ে ইমরোজ হত্যা মামলার বাদী ও সাক্ষী মিলে মোট ১৮জনকে সেই মামলার আসামি করেছে।

গত ১৬ জানুয়ারি ভাতুড়িয়া গ্রামের হাশিম আলী হার্টস্টোকে মারা যান। চাঁচড়া ফাঁড়ি এসআই মফিজুর রহমান তার সুরতহাল রিপোর্টে স্বাভাবিক মৃত্যুর বিষয়টি উল্লেখ করেন। অবশ্য ময়না তদন্তে রিপোর্টে তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে উল্লেখ করা হয়েছে।

জানা গেছে, ১৯ জানুয়ারি চাঁচড়া ইউনিয়ন পরিষদ বরাবর এক আবেদনে হাশিম আলীর স্ত্রী নিলিমা বেগম স্বাক্ষরিত মৃত্যু সনদে উল্লেখ করেন তার স্বামী স্ট্রোকে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন। ইউপি চেয়ারম্যান আব্দুল আজিজ ২০ জানুয়ারি সনদে উল্লেখ করেন হৃদরোগে আক্রান্ত হয়ে হাশিম আলী মারা যান।

মৃত্যুর তিনমাস পর ২৯ এপ্রিল হাশিম আলীর স্ত্রী নিলিমা বেগম ১৮ জনকে আসামি করে করে মামলা করেন। মামলা নং ৫৮। এই মামলায় ইমরোজ হত্যা মামলার বাদী নূর ইমলাম নূরু, ছেলে ইসরাজুল, আব্দুল মান্নান, মিন্টু, কবিরুজ্জামান ওরফে কাজল, জাকির, আতিয়ার ওরফে আতি খোকা, আল আমিন, আহসান, বাপ্পি, ইউনুস, রফিকুল, রাজু, সোহেল, ইমরান, জাহাঙ্গীর, জামাই ইনামুল, আব্দুল গাফফারসহ স্বাক্ষীদের আসামি করা হয়েছে।

একইভাবে ময়না তদন্তের রিপোর্ট পক্ষে নেওয়া হয়েছে। এভাবে ইমরোজ ইমরোজ হত্যা মামলার বাদীপক্ষকে চাপে ফেলে আসামিরা একের পর এক ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন