রাজনীতি ডেস্ক:
বিএনপি মহাসচিব মির্জা ফখরুলের পকেট গরম, কথাও গরম বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
বুধবার (১৮ অক্টোবর) শেখ রাসেলের জন্মদিন ও শেখ রাসেল দিবস উপলক্ষে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে শান্তি ও উন্নয়ন সমাবেশে এ মন্তব্য করেন তিনি।
ওবায়দুল কাদের বলেন, মির্জা ফখরুলের পকেট গরম, কথাও গরম। পাঁচতারকা হোটেলে খেয়ে অনশন ভাঙে। এ রকম আন্দোলন করেন ফখরুল।
বার্তা দেয়ার ফখরুল কে এমন প্রশ্ন রেখে সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাদের বলেন,
কার কাছে ক্ষমতা দেবে শেখ হাসিনা, শেষ বার্তা দিচ্ছি আগামী নির্বাচনে শেখ হাসিনা প্রধানমন্ত্রী থাকবেন। বিএনপি নামক অপশক্তির কাছে ক্ষমতা দেয়া হবে না।
অবরোধ করতে আসলে বিএনপিকে দাঁতভাঙ্গা জবাব দেয়ার হুঁশিয়ারি দিয়ে কাদের বলেন, বিএনপিকে মাঠে দাঁড়াতে দেবে না আওয়ামী লীগ। খেলা হবে বিএনপির বিরুদ্ধে, ভোট চুরির বিরুদ্ধে, দুর্নীতির বিরুদ্ধে, লুটপাটের বিরুদ্ধে, জঙ্গিবাদের বিরুদ্ধে। বিএনপি হলো খুনির দল, এদের হাতে রক্ত।
যুক্তরাষ্ট্রের সঙ্গে বিএনপির যোগাযোগের ইঙ্গিত দিয়ে তিনি বলেন, উৎসাহিত হচ্ছেন, কারণ পশ্চিমারা নাকি উৎসাহ দিচ্ছে। ফখরুল সাহেব, দুনিয়ার অবস্থা ভালো না। তাদের নিজেদের ঘর সামলানোই কঠিন। তারা ঘর সামলাবে নাকি আপনাকে উৎসাহ দেবে? উৎসাহ দেয়ার দিন শেষ।
তত্ত্বাবধায়ক সরকার আজিমপুর গোরস্থানে শুয়ে আছে বলেও মন্তব্য করেন ওবায়দুল কাদের। তিনি বলেন, কোনো অপশক্তির কাছে ক্ষমতা হস্তান্তর করবে না সরকার। আওয়ামী লীগকে ভয় দেখিয়ে লাভ নেই। সাংবিধানিকভাবেই নির্বাচন হবে এবং আওয়ামী লীগ আবারও ক্ষমতায় আসবে।
ওবায়দুল কাদের বলেন, বিশ্বের সব দেশ মূল্যস্ফীতির চাপে আছে। বাংলাদেশে মূল্যস্ফীতি কমতে শুরু করেছে। জনগণকে আরও কিছুদিন ধৈর্য ধরতে হবে।