হোম জাতীয় বিএনপিকে ছাড়া নির্বাচন করতে গেলে ইসির ঠ্যাং ভেঙে দেবো: দুদু

রাজনীতি ডেস্ক:

বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, নির্বাচন কমিশন (ইসি) যদি বিএনপিকে ছাড়া আগামী নির্বাচন আয়োজনের চেষ্টা করে তাহলে ইসির ঠ্যাং ভেঙে দেয়া হবে।

মঙ্গলবার (১৭ অক্টোবর) সকালে শিশু কল্যাণ পরিষদ হলে ’৯০-এর ছাত্র গণ-অভ্যুত্থানের অন্যতম ছাত্রনেতা মরহুম সাইফুদ্দিন আহমেদ মনিরের স্মরণসভায় এ কথা বলেন তিনি।

শামসুজ্জামান দুদু বলেন, প্রধান নির্বাচন কমিশনার বলেন নির্বাচনে কে আসলো, কে আসলো না তাতে তাদের কিছু যায় আসে না। ঠ্যাং ভেঙে দেবো। ফাইজলামি নাকি। আমাদের টাকায় আপনি গাড়িতে চড়েন। আমাদের টাকায় বাড়ি ভাড়া দেন, খাওয়া দাওয়া করেন। জনগণের টাকায় আপনি চলাফেরা করেন। আর কে আসলো কে আসলো না মানে।

তিনি বলেন, সবকিছুর একটা শেষ আছে। এই সরকারেরও শেষ আছে।

বিএনপি নেতা বলেন, এ মাসেই সরকারকে বিদায়ে বাধ্য করবে বিএনপি।

তিনি বলেন, অক্টোবর-নভেম্বর-ডিসেম্বরে বাংলাদেশে নতুন সূর্য ‍উঠবে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন