রাজনীতি ডেস্ক:
তথ্যমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, বিএনপি-জামায়াত দেশকে বিশ্ব বেনিয়াদের হাতে তুলে দিতে চায়। তারাও শকুনের মতো তাকিয়ে আছে।
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছোট ছেলে শেখ রাসেলের জন্মদিন উপলক্ষে মঙ্গলবার (১৭ অক্টোবর) বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের আয়োজনে আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
হাছান মাহমুদ বলেন, সবাইকে অনুরোধ জানাই, আগামী ১০০ দিন দেশ পাহারা দিতে হবে। কারণ দেশটা অন্যের হাতে তুলে দেয়া যাবে না।
তিনি বলেন, বিএনপি জানে নির্বাচন হলে তারা ক্ষমতায় যেতে পারবে না। তাদের উদ্দেশ্য হচ্ছে শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করা।
মন্ত্রী আরও বলেন, নয়াপল্টনের সামনে ২০/৩০ হাজার লোক জড়ো করে, আর দুয়েকটা জ্বালাও পোড়াও করে এই সরকার হটানো সম্ভব না। তারা ২০১৪ সালেও চেষ্টা করেছে, পারেনি।
নির্বাচন আসলেই বিএনপি ধর্মাশ্রয়ী রাজনীতি করে মন্তব্য করে তিনি বলেন, আজকে ফিলিস্তিনে যেভাবে হত্যাকাণ্ড চলছে সেটা নিয়ে বিএনপি কথা বলে না। বিশ্ব মোড়লদের খুশি রাখতেই তারা এই বিষয়ে কোনো কথা বলে না।
আওয়ামী লীগের এ যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, দেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচন করতে আমরা প্রতিজ্ঞাবদ্ধ। আশা করি জনগণ অংশ নেবে। বিএনপিও অংশ নেবে।
বিএনপি মহাসচিব মির্জা ফখরুলকে উদ্দেশ করে তিনি বলেন, ফখরুল মিথ্যা কথা বললেও, তাকে বলবো এতো উঁচু গলায় কথা বলবেন না। খালেদা জিয়া আর তারেক রহমানের লাঠিয়াল বাহিনীর সর্দার হিসেবে কাজ করবেন না।