হোম রাজনীতি স্বাধীন কমিশনই করতে পারে সুষ্ঠু নির্বাচন, বললেন ভারতের সিইসি

রাজনীতি ডেস্ক:

যেকোনো নির্বাচনে ন্যূনতম ৫০ শতাংশ ভোট পড়লেই তাকে গ্রহণযোগ্য নির্বাচন বলা যায় বলে মন্তব্য করেছেন ভারতের প্রধান নির্বাচন কমিশনার রাজিব কুমার।

সোমবার (১৬ অক্টোবর) সফররত বাংলাদেশি সাংবাদিক প্রতিনিধি দলের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

রাজিব কুমার বলেন, ‘সবকিছুর পরেও স্বাধীন শক্তিশালী নির্বাচন কমিশনই পারে একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিতে।’

ভারতের সবশেষ জাতীয় নির্বাচনেও ৬৭ শতাংশ ভোটগ্রহণ হয়েছিল উল্লেখ করে তিনি বাংলাদেশের আসন্ন নির্বাচনের বিষয়ে ইতিবাচক আশা প্রকাশ করেন। বাংলাদেশে গণতান্ত্রিক প্রক্রিয়া সমুন্নত রেখে একটি সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠিত হবে বলেও মত প্রকাশ করেন তিনি।

যেকোনো নির্বাচনে সামাজিক যোগাযোগ মাধ্যমের ভিত্তিহীন তথ্যের প্রচারে সৃষ্ট আতঙ্ককে সুষ্ঠু নির্বাচন বাস্তবায়নের হুমকি বলেও অভিহিত করেন তিনি।

অনুষ্ঠানে সফররত ২৮ জন বাংলাদেশি সম্পাদক ও সাংবাদিক ছাড়াও ভারতের এক্সটারনাল অ্যাফেয়ার্স মন্ত্রণালয়ের বেশ কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তা উপস্থিত ছিলেন।

Khaleda

সম্পর্কিত পোস্ট

মতামত দিন