হোম খেলাধুলা প্রথম জয়ের মিশনে দুর্দান্ত শুরু লঙ্কানদের

স্পোর্টস ডেস্ক:

চলতি বিশ্বকাপে এখন পর্যন্ত জয়ের দেখা মেলেনি শ্রীলঙ্কা ও অস্ট্রেলিয়ার। দুই দলের সামনেই মিশনটা পরাজয়ের ডেডলক ভেঙে জয়ের দেখা পাওয়ার। সেই মিশনে টসে হেরে ব্যাট করতে নেমে শুরুটা দুর্দান্ত করেছে লঙ্কানরা।

১৯ ওভার শেষে লঙ্কানদের সংগ্রহ ১১০ রান। উইকেটের একপ্রান্ত ৪৮ রানে আগলে রেখেছেন পাথুম নিশাঙ্কা। অপরপ্রান্তে ৫২ রানে তাকে সঙ্গ দিচ্ছেন কুশাল পেরেরা।

লখণৌয়ের ভারতরত্ন শ্রী অটল বিহারি বাজপায়ী স্টেডিয়ামে টসে জিতে ৪ ব্যাট করতে নেমে শুরু থেকেই দাপট ধরে রেখে ব্যাট চালাতে থাকেন পাথুম নিশাঙ্কা ও কুশাল পেরেরা।

অজি বোলারদের রকচক্ষু উপেক্ষা করেই সাবলীল ভঙ্গীতে খেলতে থাকেন দুজন। আর তাতেই পাওয়ার প্লের ১০ ওভারেই দলীয় অর্ধশতক রান পূর্ণ হয় লঙ্কানদের।

এরপর রানের চাকার গতি কিছুটা বাড়িয়ে দেন দুজন। ফলে শতরানের কোঠা পূরণ তারা করে ফেলেন ইনিংসের ১৮তম ওভারেই।

দায়িত্বশীল ব্যাটিংয়ের মাধ্যমে দলকে তারা টেনে নিয়ে যেতে থাকেন চ্যালেঞ্জিং সংগ্রহের দিকে।

Khaleda

সম্পর্কিত পোস্ট

মতামত দিন