হোম আন্তর্জাতিক ইসরাইল-হামাস সংঘাতে ২৯ মার্কিনি নিহত, নিখোঁজ ১৫

আন্তর্জাতিক ডেস্ক:

ইসরাইল-হামাসের চলমান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ২৯ জন নাগরিক নিহত হয়েছে। এছাড়াও নিখোঁজ রয়েছেন ১৫ জন মার্কিনি।

শনিবার (১৪ অক্টোবর) মার্কিন পররাষ্ট্র দফতরের একজন মুখপাত্র বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘ইসরাইলে হামাসের হামলায় ২৯ জন মার্কিন নাগরিক নিহত হয়েছেন। আর নিখোঁজ রয়েছেন অন্তত ১৫ জন।’

তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্র তার সর্বোচ্চ দিয়ে নিখোঁজ মার্কিনিদের সন্ধান করছে। নিখোঁজদের সন্ধানে তারা ইসরাইলি সরকারেরও সাহায্য নিচ্ছে। এক্ষেত্রে গোয়েন্দা সংস্থাও নিখোঁজ মার্কিনিদের সন্ধানে কাজ করছে।

এর আগে হামাসের হামলায় ২৭ জন আমেরিকান নিহত হয়েছে বলে জানিয়েছিল মার্কিন পররাষ্ট্র দফতর। এবার শনিবার (১৪ অক্টোবর) ২৯ জনের মৃত্যুর খবর জানিয়েছে তারা।

গত ৭ অক্টোবর ইসরাইলে অতর্কিত রকেট হামলা চালায় ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। এরপর থেকেই দুই পক্ষের পাল্টাপাল্টি হামলায় নিহত, আহত ও নিখোঁজের সংখ্যা বেড়েই যাচ্ছে। সর্বশেষ খবর অনুযায়ী, এ পর্যন্ত ইসরাইলি হামলায় গাজার অন্তত ২ হাজার ২০০ জন নিহত হয়েছে। আর হামাসের হামলায় ১৩০০ জন ইসরাইলি নিহত হয়েছেন।

এছাড়াও এই পাল্টাপাল্টি হামলায় বহু বিদেশি নাগরিক নিহত হয়েছেন।

Khaleda

সম্পর্কিত পোস্ট

মতামত দিন