স্পোর্টস ডেস্ক:
খেলার মাঠে আজ থাকবে টান টান উত্তেজনা। কারণ আজ দুপুর আড়াইটায় বিশ্বকাপের হাই ভোল্টেজ খেলায় মুখোমুখি লড়বে ভারত ও পাকিস্তান। আর এ খেলা শুরু হওয়ার আগেই মাঠে উপস্থিত থাকবেন ভারতের মেগাস্টার অমিতাভ বচ্চন ও সালমান খান।
অমিতাভ বচ্চন আর সালমান খানের মাঠে থাকার বিষয়টি নিশ্চিত করেছে ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া। এর আগে ভারতীয় সংবাদমাধ্যমগুলোর মাধ্যমে জানা যায়, আজকের হাই ভোল্টেজ ম্যাচে পারফর্ম করবেন বলিউড তারকা অরিজিৎ সিং, সুখবিন্দর সিংহ, শঙ্কর মহাদেবানের মতো সংগীত শিল্পীরা।
এদিকে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের (বিসিসিআই) পক্ষ থেকে জানা যায়, এবারের বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠান না হওয়ায় হাই ভোল্টেজ ম্যাচ ভারত-পাকিস্তানের খেলার দিনেই বিশেষ অনুষ্ঠানের আয়োজন রাখছেন কর্তৃপক্ষ।
তাই আজ শনিবার (১৪ অক্টোবর) বাংলাদেশ সময় আড়াইটায় ভারত, পাকিস্তান ম্যাচ শুরু হলেও বিশেষ অনুষ্ঠান শুরু হবে বেলা ১টায়। ভারতের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে অনুষ্ঠিত তারকাদের নিয়ে বিশেষ আয়োজনের পাশাপাশি ভারত-পাকিস্তানের খেলা সরাসরি দেখার জন্য দর্শকদের টিকিট সংগ্রহের ভিড় আরও বেড়ে গেছে।
দর্শক এখন মুখিয়ে আছে বিশেষ ওই মুহূর্তটির জন্য। একদিকে হাই ভোল্টেজ খেলা অন্যদিকে মেগাস্টার সালমান, অমিতাভের উপস্থিতিতে এখন কড়া নিরাপত্তায় মোড়ানো ভারতের আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়াম।
ভারতীয় সংবাদমাধ্যমগুলো থেকে জানা যায়, উত্তেজনার বারুদে ঠাঁসা এ ম্যাচের নিরাপত্তা নিশ্চিত করতে ১১ হাজার নিরাপত্তা কর্মী ডিউটিতে থাকবেন। সাত হাজারেরও বেশি পুলিশকর্মীর সঙ্গে প্রায় চার হাজার হোমগার্ডও মোতায়েন করা হবে। ম্যাচ চলাকালীন স্পর্শকাতর এলাকায় আইন-শৃঙ্খলা বজায় রাখতে তিনটি ‘হিট টিম’ এবং একটি অ্যান্টি ড্রোন টিমের পাশাপাশি বোম্ব স্কোয়াডও রাখা হচ্ছে বিশ্বকাপের হাই ভোল্টেজ ম্যাচ ভারত-পাকিস্তান খেলায়।