হোম খুলনা পাইকগাছায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত
পাইকগাছা প্রতিনিধি :
“অসমতার বিরুদ্ধে লড়াই করি, দুর্যোগ সহনশীল ভবিষ্যৎ গড়ি ” প্রতিপাদ্যকে সাসনে রেখে পাইকগাছায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস ২০২৩ উদযাপন উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার সকালে উপজেলা পরিষদ চত্তর থেকে আস্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে শোভাযাত্রা শুরু করে পাইকগাছার  বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষ করে উপজেলা পরিষদ মিলোনয়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আল-আমিনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন খুলনা-৬ (পাইকগাছা -কয়রা) আসনের সাংসদ সদস্য আলহাজ্ব আক্তারুজ্জামান বাবু, বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু, এ্যাডভকেট এফ এম এ রাজ্জাক, উপজেলা ভাইস-চেয়ারম্যান শিহাব উদ্দিন ফিরোজ বুলু’র সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন ত্রান ও দুর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তা ইমরুল কায়েস।
এসময় উপস্থিত ছিলেন ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচি (সিপিপি) শত শত সেচ্ছাসেবক ও রেড ক্রিসেন্ট সোসাইটির সদস্যরা। এদিবস উপলক্ষে আরো বক্তব্য রাখেন সিপিপি’র সহকারী টিম ডিডার শেখ জুলি, সুশিলনের আরিফুনেছা শিলা, কবির প্রমুখ।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন