স্পোর্টস ডেস্ক:
মদ কেলেঙ্কারিতে পাঁচ ফুটবলারকে শাস্তি দিয়েছে দেশের ঘরোয়া ফুটবলের অন্যতম জনপ্রিয় ক্লাব বসুন্ধরা কিংস। এদের মধ্যে তিন জনকে বিভিন্ন মেয়াদে নিষেধাজ্ঞা দিয়েছে ক্লাবটি। বাকি দুজনকে জরিমানা করা হয়েছে।
গত সেপ্টেম্বরে এএফসি কাপে খেলতে মালদ্বীপ গিয়েছিলেন বসুন্ধরা কিংসের ফুটবলাররা। ফেরার পথে ব্যাগে মদ আনছিলেন তপু বর্মণ, আনিসুর রহমান জিকো, তৌহিদুল আলম সবুজ, শেখ মোরসালিন ও রিমন হোসেন। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কাস্টম কর্মকর্তারা তাদের কাছে ৬৪ বোতল মদ পান।
এ ঘটনায় সাময়িক সময়ের জন্য ক্লাব থেকে নিষেধাজ্ঞা পান পাঁচ ফুটবলার। কমিটি গঠন করে তখনই শুরু হয় অধিকতর তদন্ত। তদন্ত শেষে তৌহিদুল আলম সবুজকে ২০২৩-২৪ মৌসুমের জন্য নিষিদ্ধ করেছে বসুন্ধরা। আনিসুর রহমান জিকো নিষেধাজ্ঞা পেয়েছেন ২০২৪ সালের ৩১ মার্চ পর্যন্ত। তপু বর্মণ নিষিদ্ধ হয়েছেন চলতি বছরের ৩১ ডিসেম্বর পর্যন্ত, সঙ্গে তাকে গুনতে হবে এক লাখ টাকা জরিমানা।
বৃহস্পতিবার (১২ অক্টোবর) গণমাধ্যমকে এসব তথ্য জানিয়েছে বসুন্ধরা। তারা আরও জানিয়েছে, ঘটনায় জড়িত থাকা অন্য দুই ফুটবলার শেখ মোরসালিন ও রিমন হোসেনও শাস্তি পেয়েছেন। তাদের করা হয়েছে জরিমানা। রিমন গুনবেন ৩ লাখ টাকা জরিমানা, মোরসালিনের ক্ষেত্রে অংকটা এক লাখ।
পাঁচ ফুটবলারকে শাস্তি দেয়ার পাশাপাশি দলের কর্মকর্তাদের সতর্ক করেছে বসুন্ধরা। দলের সঙ্গে বিদেশ যাওয়া কর্তাদের সতর্কতার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশনা দিয়েছে ক্লাব ম্যানেজমেন্ট।