স্পোর্টস ডেস্ক:
আফগানিস্তানের বিপক্ষে দাপুটে জয়ের পর, ইংল্যান্ডের বিপক্ষে বিশাল ব্যবধানে হারে বাংলাদেশ। ইংল্যান্ডের বিপক্ষে প্রতিটি বিভাগেই বাজে পারফর্মেন্স করেছে বাংলাদেশ। যার কারণে শুনতে হচ্ছে সমালোচনা। তবে বাংলাদেশের হার নিয়ে বেশি সমালোচনা করেছে ভারতের মিডিয়াগুলো।
ওয়ানডে বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে টস জিতে প্রথম বোলিং করার সিদ্ধান্ত নেন টাইগার অধিনায়ক সাকিব। প্রথমে ব্যাটিংয়ে নেমে টাইগার বোলারদের উপর চড়াও হয় ইংলিশ ব্যাটাররা। যা চলে পুরো ম্যাচ জুড়ে। শেষ পর্যন্ত নির্ধারিত ৫০ ওভার খেলে ৩৬৪ রানের বিশাল পুঁজি পায় ইংলিশরা। আর এই রান পাহাড়ের জবাব দিতে নেমে ২২৭ রানেই গুটিয়ে যায় বাংলাদেশের ইনিংস। ফলে ১৩৭ রানের বিশাল ব্যবধানে জয় পায় ইংল্যান্ড।
বাংলাদেশের হারের পর তাদের নিয়ে হারের খবরটা ব্যাঙ্গাত্মকভাবে প্রকাশ করেছে ভারতের বেশকিছু সংবাদ মাধ্যম। ভারতীয় সংবাদ মাধ্যম জি টুয়েন্টি ফোর বাংলাদেশ-ইংল্যান্ডের মধ্যকার বিশ্বকাপ ম্যাচের প্রতিবেদনের শিরোনাম করেছে, ‘ব্রিটিশদের বেদম প্রহারে ‘বাঘ’ হয়ে গেল ভিজে বিড়াল!’
এদিকে ভারতীয় আরেক সংবাদ মাধ্যম এই সময় বাংলাদেশের হারের পর ম্যাচের শিরোনাম করেছে এমন, ‘ইংরেজদের চাবুকে মিউমিউ, আজ টাইগারদের ‘মন ভালো নেই’। এমন ব্যাঙ্গাত্মকভাবে বাংলাদেশের হারের প্রতিবেদন করায় ভারতীয় সংবাদ মাধ্যমের সমালোচনা করছে বাংলাদেশের সমর্থকরা। এমন শিরনামের ফলে বাংলাদেশকে ছোট করা হচ্ছে।
প্রথম ম্যাচ জয়ের পর দ্বিতীয় ম্যাচে বড় ব্যবধানে হারের ফলে নিজেদের কৌশলে বেশ বড়ই ধাক্কা খেল বাংলাদেশ। আগামী ১৩ অক্টোবর নিউজিল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে সাকিব আল হাসানের দল। যারা নিজেদের শুরুর দুই ম্যাচেই জয় পেয়েছে।