স্পোর্টস ডেস্ক:
ওয়ানডে বিশ্বকাপে ভারতের প্রথম ম্যাচের আগে ডেঙ্গুতে আক্রান্ত হন শুভমান গিল। যার কারণে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নামা হয়নি তার। এরপর সোমবার (৯ অক্টোবর) জানা যায়, দলের সঙ্গে দিল্লিতে ভ্রমণ করেননি ভারতের এই ওপেনার। এবার ভারতের মেডিকেল দলের বরাত দিয়ে ক্রিকেট বিষয়ক সংবাদ মাধ্যম ক্রিকবাজ জানিয়েছে, গিলের প্লাটিলেটের পরিমাণ কমে যাওয়ায় তাকে চেন্নাইয়ের এক হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আগামী বুধবার (১১ অক্টোবর) আফগানিস্তানের বিপক্ষে নিজেদের দ্বিতীয় ম্যাচে মাঠে নামবে ভারত। দিল্লিতে অরুণ জেটলি স্টেডিয়ামে টানা দ্বিতীয় জয়ের লক্ষ্যে মাঠে নামলেও, সেই ম্যাচে গিলকে একাদশে পাচ্ছে না রোহিত শর্মার দল। এবার জানা গেল, আগামী শনিবার (১৪ অক্টোবর) ভারত-পাকিস্তান মহারণেও গিলকে না পাওয়ার সম্ভাবনা রয়েছে।
ডেঙ্গুতে আক্রান্ত হওয়ার পর ভারতের মেডিকেল দলের তত্ত্বাবধানে ছিলেন গিল। বিসিসিআই জানিয়েছিল, ডেঙ্গুতে আক্রান্ত হওয়ার কারণে আফগানিস্তানের বিপক্ষেও গিলকে পাচ্ছে না তারা। তবে পরে জানা যায়, ডেঙ্গুতে আক্রান্ত হয়ে চেন্নাইয়ের এক হাসপাতালে ভর্তি রয়েছেন গিল। তার প্লাটিলেটের পরিমাণ বেশ কমে গেছে।
এর আগে চেন্নাইয়ে পৌঁছানোর পর থেকেই ডেঙ্গু জ্বরে আক্রান্ত হন গিল। ২৪ বছর বয়সী এই তরুণ ওপেনার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারতের উদ্বোধনী ম্যাচটি মিস করেছেন, যেই ম্যাচে ভারত ৬ উইকেটে জিতেছিল।
২৪ বছর বয়সী ভারতীয় ওপেনার শুভমান গিল ওয়ানডে ব্যাটিং র্যাঙ্কিংয়ে দ্বিতীয় স্থানে অবস্থান করছেন। গত এক বছর ধরে দারুণ ছন্দে রয়েছেন তিনি। এবারের বিশ্বকাপের আগে গিলকে সেরা ব্যাটসম্যান হিসেবেই বিবেচনা করা হয়েছিলো। তবে ডেঙ্গুতে আক্রান্ত হওয়ার কারণে এখনও বিশ্বকাপে মাঠে নামা হয়ই তার।