হোম খুলনাবাগেরহাট ফকিরহাটে বিশ্বরোড মোড়ে গাছের ডাল কাটায় আশ্রয় হারালো হাজারো পাখি

ফকিরহাট প্রতিনিধি:

ঢাকা-খুলনা মহাসড়কের ফকিরহাট বিশ্বরোড মোড়ে বটগাছের ডাল কেটে দেওয়ায় হাজার হাজার চড়ুই ও শালিক পাখি আশ্রয় হারিয়েছে। রোববার বিকেলে ফকিরহাট পল্লী বিদ্যুতের লোকজন গাছটির ডালগুলো গোড়া থেকে কেটে দেয়। ফলে আশ্রয় হারিয়ে হাজার হাজার পাখিগুলো গাছের চারপাশে উড়ে বেড়াচ্ছে আমশ্রয়ের জন্য।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় একাধিক ব্যবসায়ি জানান, গাছ থেকে সকালে খাবারের সন্ধানে উড়ে গেলেও বিকাল হলেই এসব পাখি এসে গাছটিতে আশ্রয় নেয়। এসময় প্রতিটি পাতার ফাঁকে ফাঁকে সমপরিমান পাখি দেখা যায়। পাখির কলতানে আশোপাশের পরিবেশ মুখরিত হয়ে ওঠে। কিন্তু পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ হঠাৎ এসে গাছটির ডালগুলো কেটে রেখে চলে যায়। বিকাল হতেই পাখিগুলো গাছে আশ্রয় নিতে এসে ডালপালাহীন গাছের চারপাশে উড়ে আর্তনাদ করতে থাকে। এসময় হাজার হাজার পাখি বৈদ্যুতিক তার ও আশে পাশের ভবনে অবস্থান নেয়।

পাখিদের এ অসহায়ত্ব দেখে স্থানীয় লোকজন ক্ষোভ প্রকাশ করে। তাদের দাবী, গাছের পাশ থেকে যাওয়া বিদ্যুতের কাভার তারগুলো মোটা রাবারে ঢাকা ছিল। তাছাড়া ডালগুলো কোন অবস্থায়ই তারের সাথে লাগানো ছিল না। তাই রক্ষণা বেক্ষনের নামে ডাল কাটার কোন যুক্তি নাই।

প্রখ্যাত পাখি বিশাদর শরীফ খান বলেন, ‘পরিবেশের বন্ধু পাখিদের আশ্রয় ধ্বংস না করে বিকল্প ব্যবস্থা নেওয়া যেতো। অথবা গাছের শুধুমাত্র মগডালগুলো কাটা যেত।’

ফকিরহাট পল্লী বিদ্যুতের ডিজিএম আহসানুল করীম, ‘কাভার তার হলেও ৫ফিট দুরত্ব পর্যন্ত গাছের ডাল কাটার নিয়ন রয়েছে। অনেক সময় ভুল করে ডালের গোড়া থেকে কেটে দেয় কর্মীরা।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন