হোম খেলাধুলা কোহলির সঙ্গে দেখা করতে মাঠে ঢুকে নিষিদ্ধ হলেন দর্শক

স্পোর্টস ডেস্ক:

বিশ্বকাপে কড়া নিরাপত্তা ব্যবস্থার মধ্যে চলছে খেলা। কিন্তু সেই নিরাপত্তা বেষ্টনী ভেদ করেই মাঠে ঢুকে পড়ল এক দর্শক। যার গায়ে ভারতের বিশ্বকাপ জার্সি। এমনই ঘটনা ঘটেছে রোববার (৮ অক্টোবর) ভারত-অস্ট্রেলিয়া ম্যাচে। ভারতের ফিল্ডিংয়ের সময় মাঠে ঢুকে পড়েছিলেন এই দর্শক।

ড্যানিয়েল জার্ভিস নামের এই দর্শকের এমন কাণ্ড অবশ্য এবারই প্রথম নয়। জার্ভো নামে পরিচিত এই ব্রিটিশ নাগরিক আদতে একজন প্র্যাঙ্কস্টার। খেলা চলাকালীন মাঠে ঢুকে নানা কাণ্ডকীর্তি করায় কুখ্যাত তিনি। ভারতের মাটিতে চলমান বিশ্বকাপেও কীর্তি দেখাতে হাজির হয়েছেন তিনি।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, অস্ট্রেলিয়ার ব্যাটিংয়ের সময় ভারতের ৬৯ নম্বর জার্সি গায়ে চাপিয়ে ঢুকে পড়েন জার্ভো। এরপর বিরাট কোহলির কাছে গিয়ে কথা বলার চেষ্টা করেন তিনি। কিন্তু সে সময় কোহলিকে খুব বিরক্ত দেখাচ্ছিল। লোকেশ রাহুলও তাকে মাঠ ছাড়তে বলছিলেন। কিন্তু সে কথায় কোনো ভ্রুক্ষেপই করছিলেন না জার্ভো। মাঠেই ঠায় দাঁড়িয়ে ছিলেন।

নিরাপত্তাকর্মীরা অবশ্য খুব বেশি সময় দেননি জার্ভোকে। দ্রুতই এসে তাকে ঠেলে মাঠের বাইরে নিয়ে যেতে থাকেন। তবে মাঠ ছাড়ার ঠিক আগমুহূর্তে কোহলি নিজেই দৌড়ে এসে কিছু কথা বলেন তাকে।

জানা গেছে, এর পরে স্টেডিয়াম থেকে জার্ভোকে বের করে দেয়া হয়। শুধু তাই নয়, তাকে মাঠে প্রবেশে নিষেধাজ্ঞাও দিয়েছে আইসিসি। যে কারণে বিশ্বকাপ চলাকালে আর কোনো ম্যাচে স্টেডিয়ামে ঢুকতে পারবেন না তিনি।

এমন বড় টুর্নামেন্টে জার্ভো এভাবে প্রবেশ করতে পারায় নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠেছে। ভারত-অস্ট্রেলিয়ার এই হাই ভোল্টেজ ম্যাচের টিকিট আগেই শেষ হয়ে গিয়েছিল। তিনি এই ম্যাচের টিকিট কীভাবে পেলেন তা নিয়েও প্রশ্ন উঠেছে।

এদিকে এই ঘটনায় ক্ষুব্ধ হয়েছেন পাকিস্তানিরা। অনেকের জিজ্ঞাসা, যেখানে পাকিস্তানি সমর্থকদের ভিসা দেয়া হলো না, সেখানে জার্ভো কীভাবে ভারতের ভিসা পেলেন? সামাজিক যোগাযোগমাধ্যমে আরেকজন লিখেছেন, ‘জার্ভো কীভাবে ভিসা পেয়ে গেল, যখন একজন পাকিস্তানি সাংবাদিককেও দেয়া হলো না?’

২০২১ সালে লন্ডনে ভারত-ইংল্যান্ড ম্যাচ চলাকালীন প্রথমবার মাঠে ঢুকে পড়েছিলেন জার্ভো। সেবার ইংলিশ ব্যাটার জনি বেয়ারস্টোকে ধাক্কা মেরে আলোচনায় আসেন তিনি। সেদিন জার্ভোকে টেনেহিঁচড়ে মাঠ থেকে বের করে নিয়ে যান নিরাপত্তাকর্মীরা।

এরপর গত বছর কার্ডিফে ওয়েলস-নিউজিল্যান্ড রাগবি ম্যাচের আগমুহূর্তেও বাগড়া দিয়েছিলেন জার্ভো। এই ম্যাচেই শুধু নয়, আয়ারল্যান্ড-জাপান ম্যাচেও জাতীয় সঙ্গীত গাওয়ার সময় বুকে হাত রেখে জাপানি খেলোয়াড়দের পাশে দাঁড়িয়ে পড়েছিলেন তিনি।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন