হোম খুলনানড়াইল কারাবন্দিদের সঙ্গে ক্রিকেট খেললেন মাশরাফী

অনলাইন ডেস্ক:

স্বীকৃত ক্রিকেটে গত মে মাসে খেলেছেন মাশরাফী বিন মোর্ত্তজা। স্বীকৃত না হলেও এবার ঠিকই ব্যাট-বল হাতে নিয়েছেন তিনি। বুধবার (৪ অক্টোবর) কারাবন্দিদের সঙ্গে ক্রিকেট খেলেছেন তিনি।

ঢাকা কেন্দ্রীয় কারাগারে চলছে বঙ্গবন্ধু প্রিজন কাপ ক্রিকেট টুর্নামেন্ট। বুধবার সেই টুর্নামেন্টের উদ্বোধন করেছেন টাইগারদের সাবেক অধিনায়ক। টুর্নামেন্ট উদ্বোধন করে একটি দলের হয়ে খেলেছেনও তিনি।

প্রিজন কাপ ক্রিকেট টুর্নামেন্টে কিংস সুপার স্টারের বিপক্ষে মাশরাফী খেলেছেন কেইস টেবিল রাইটার্সের বিপক্ষে। ব্যাটিং করার পাশাপাশি বোলিংও করেছেন দেশের সফলতম ওয়ানডে অধিনায়ক।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কারা মহাপরিদর্শক (আইজি প্রিজন) ব্রি. জেনারেল এ এস এম আনিসুল হকসহ অন্যরা।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন