হোম এক্সক্লুসিভ চারণকবি রাধাপদ রায়ের ওপর হামলাকারী যুবক গ্রেপ্তার

অনলাইন ডেস্ক:

কুড়িগ্রামে ছেলের কাছে পাওনা টাকার জেরে চারণকবি রাধাপদ রায়ের ওপর হামলার মূল আসামি রফিকুল ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (৪ অক্টোবর) দুপুরে কুড়িগ্রাম পৌর শহর থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

রফিকুল ইসলাম নাগেশ্বরী উপজেলার ভিতরবন্দ ইউনিয়নের কচুয়াপাড়া গ্রামের মৃত মোহাম্মদ আলীর ছেলে।

কুড়িগ্রাম পুলিশ সুপার আল আসাদ মো. মাহফুজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, রাধাপদ রায়ের ওপর হামলাকারী মূল আসামি রফিকুল ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে। অন্য আসামি গ্রেপ্তারের চেষ্টা চলছে। গ্রেপ্তার রফিকুল ইসলাম কোনো রাজনৈতিক দলের সঙ্গে জড়িত নয়। পারিবারিক পূর্বশত্রুতার কারণে সে এই হামলা করেন। কোনো সাম্প্রদায়িক কিংবা রাজনৈতিক ছত্রছায়ায় এ ঘটনা ঘটেনি।

উল্লেখ্য, এর আগে গত শনিবার (৩০ সেপ্টেম্বর) সকালে ভিতরবন্দ ইউনিয়নের মাদইখাল গোড্ডারাপাড় গ্রামে কবি রাধাপদ রায়ের বাড়ির পশ্চিমে ডুবুরির ব্রিজের কাছে কবির ওপর আকস্মিক হামলা করেন রফিকুল। এতে কবির পিঠ ও ঘাড়ে ক্ষতের সৃষ্টি হয়। গত ছয় মাস আগে রফিকুলের বড় ভাই কদুর রহমানের সঙ্গে বিরোধের জেরে এই হামলা করা হয়েছে বলে ধারণা কবি রাধাপদের।

এ ঘটনায় কবিপুত্র জুগল চন্দ্র বাদী হয়ে রফিকুল ও তার বড় ভাই কদুর রহমানকে আসামি করে নাগেশ্বরী থানায় মামলা করেন। রফিকুল গ্রেপ্তার হলেও কদুর রহমান এখনও পলাতক রয়েছেন।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন