স্পোর্টস ডেস্ক:
রাত পোহালেই শুরু ওয়ানডে বিশ্বকাপ। ভারতের আহমেদাবাদে ইংল্যান্ড-নিউজিল্যান্ড ম্যাচ দিয়ে পর্দা উঠবে টুর্নামেন্টের। মেগা ইভেন্ট শুরুর আগে বুধবার (৪ অক্টোবর) ‘ক্যাপ্টেন্স মিট’ অনুষ্ঠানে অংশ নিয়েছেন অংশগ্রহণকারী দলগুলোর অধিনায়করা। ছিলেন বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসানও।
জমকালো উদ্বোধনী অনুষ্ঠান আয়োজনের গুঞ্জন থাকলেও শেষমেশ কিছুই বাস্তবে পরিণত করতে পারেনি বিসিসিআই। সাদামাটা ক্যাপ্টেন্স মিট দিয়েই টুর্নামেন্ট শুরুর আনুষ্ঠানিকতা সেরেছে আইসিসি এবং বিসিসিআই। ১০ দলের অধিনায়কই উপস্থিত ছিলেন আহমেদাবাদের সেই আয়োজনে।
বিশ্বকাপ শুরুর আগের দিন বুধবার বিকেল ৩টার দিকে সব অধিনায়ককে নিয়ে বিশেষ এই আয়োজন করে আইসিসি। সেখানে কুশলাদি বিনিময় করেন সাকিব আল হাসান-জস বাটলার, রোহিত শর্মারা। অনুষ্ঠানে বিশ্বকাপ নিয়ে নিজেদের প্রত্যাশা এবং ভাবনার কথা জানান অধিনায়করা।
অনুষ্ঠানটির একপর্যায়ে ভারতীয় ধারাভাষ্যকার এবং সাবেক ক্রিকেটার রবি শাস্ত্রী বাংলাদেশের অধিনায়ক সাকিবকে কিছু প্রশ্ন জিজ্ঞেস করেন। সাকিবও সব প্রশ্নের জবাব দিয়েছেন দারুণভাবে। শাস্ত্রীর এক প্রশ্নের উত্তরে সাকিব জানান, ব্যক্তিগত পরিসংখ্যান নয়, দলীয় সাফল্যের দিকে নজর তার।
রবি শাস্ত্রীর প্রশ্নটি ছিল এমন: ভিন্ন ভিন্ন ফরম্যাটের সেরা অলরাউন্ডার হওয়ায় অধিনায়ক কিংবা খেলোয়াড় হিসেবে সাকিবের ওপর অতিরিক্ত চাপ সৃষ্টি করে কি না। উত্তরে সাকিব বলেন, ‘এটা চাপের নয়, বরং সবসময় আমাকে অনুপ্রাণিত করে। নিজের পরিসংখ্যান নিয়ে অত মাথা ঘামাই না। দলের জন্য অবদান রাখাই মুখ্য। আমার ক্যারিয়ারের মূলমন্ত্র হচ্ছে, দল সবার আগে। এভাবেই এগোতে চাই।’