রাজনীতি ডেস্ক:
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে সরকার রাজনৈতিক কারণে মুক্তি দেবে না বলে অভিযোগ করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বুধবার (৪ অক্টোবর) জাতীয় প্রেস ক্লাবে কল্যাণ পার্টির এক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।
খালেদা জিয়ার সুস্থতা কামনা করে তিনি বলেন, আল্লাহর কাছে চাইবো তার চিকিৎসার জন্য ব্যবস্থা হয়। তিনি যেন সুস্থ হয়ে আবারও দেশের কল্যাণে গণতন্ত্রিক আন্দোলনে নেতৃত্ব দিতে পারেন।
এ সময় মির্জা ফখরুল অভিযোগ করেন, ‘সরকারের কাছে বেগম জিয়ার মুক্তি আশা করে লাভ নেই। বেগম জিয়াকে সরকার পৃথিবী থেকে সরিয়ে দিতে চায় রাজনৈতিক কারণে, তাই আন্দোলন ছাড়া বিকল্প নেই।’
এদিকে বুধবার সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে বিদেশে নিয়ে যাওয়ার আবেদনের ইস্যুতে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মিথ্যাচার করছেন বলে অভিযোগ করেন আইনমন্ত্রী আনিসুল হক।
তিনি বলেন, তাকে বিদেশে পাঠানোর পুরো বিষয়টি আইনি, এখানে রাজনীতির কোনো বিষয় নেই।
আইনমন্ত্রী প্রশ্ন তোলেন, বেগম খালেদা জিয়া বাসায় থেকে চিকিৎসা নেবেন এবং তিনি বিদেশে যেতে পারবেন না- এই শর্তেই তার দণ্ড স্থগিত করে বাসায় থাকার ব্যবস্থা করে দেয়া হয়েছে। এরপর থেকে তিনি বাসায় থেকেই চিকিৎসা নিচ্ছেন। শেখ হাসিনা তার মহানুভবতা দেখিয়ে নির্বাহী আদেশে মুক্তি দিয়েছেন। আর কত মহানুভবতা দেখাতে হবে?
বিদেশে যেয়ে খালেদা জিয়ার চিকিৎসার সুযোগ নেই জানিয়ে আনিসুল হক বলেন, শর্ত অনুসারে বেগম খালেদা জিয়া কোনোভাবেই বিদেশে যেতে পারবেন না। আইনে সেই সুযোগ নেই। প্রধানমন্ত্রীর যে ক্ষমতা সেই ক্ষমতাও আর ব্যবহারের সুযোগ নেই বলে মন্তব্য করেন আইনমন্ত্রী।