হোম অন্যান্যসারাদেশ নড়াইলে প্রধানমন্ত্রীর দেয়া উপহরের ঘরগুলোতে বস্তা পদ্ধতিতে সবজি চাষ

মোস্তফা কামাল, নড়াইল:

নড়াইল সদর উপজেলার নারায়ণপুরে একটি ভিটায় দু’পাশে সারি সারি দশটি আশ্রয়ণ প্রকল্পের ঘর। প্রধানমন্ত্রীর দেয়া উপহরের ঘরগুলোতে বসত করছেন গৃহহীণ দরিদ্র মানুষেরা। সেই সাথে ঘরের চারপাশে ও আশ্রয়ণ প্রকল্পের পতিত জায়গায় ক্লাইমেট স্মার্ট প্রযুক্তির মাধ্যমে খুলনা কৃষি অ লের জলবায়ু পরিবর্তন ও অভিযোজন প্রকল্পের আওতায় বস্তা পদ্ধতিতে নানান রকম সবজি চাষ করেছেন তারা।

আশ্রয়ণ প্রকল্পে ঢুকতেই দেখা যায় সারিবদ্ধ দু’পাশের ঘরগুলোর মাঝের ফাঁকা অংশে নেট দিয়ে বানানো হয়েছে মাচা। মাচায় ঝুলছে লাউ, কুমড়া, শশা, করলা, ধুন্দল, পুইশাক, বরবাটিসহ লতানো জাতীয় বিভিন্ন ধরনের সবজি। প্রত্যেকটির গাছের গোড়া রয়েছে একটি করে বস্তায়। বস্তা পদ্ধতিকে কাজে লাগিয়ে অল্প জায়গায় অধিক সবজির চাষ করা হচ্ছে।

আশ্রয়ণের বাসিন্দারা জানান, তাদের আগে থাকার জায়গা ছিলো না। প্রধানমন্ত্রীর দেয়া উপহারের ঘর পেয়ে মাথা গোঁজার ঠাঁই হয়েছে। একই সাথে কৃষি বিভাগের সহায়তায় আঙিনায় সবজি চাষ করে পরিবারের চাহিদা মিটিয়ে স্থানীয় হাট-বাজারে বিক্রি করে বাড়তি আয় করতে পারছেন। এজন্য প্রধানমন্ত্রীকে ও কৃষি বিভাগকে ধন্যবাদ জানিয়েছেন তারা।

এ ব্যাপারে সদর উপজেলার উপ-সহকারী কৃষি কর্মকর্তা বিএম জাহিদ শাকিল বলেন, অল্প জায়গাতে কিভাবে সবজি চাষ করা যায় সে ব্যাপারে আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দাদের উৎসাহিত করে প্রয়োজনীয় প্রশিক্ষণ, সহায়তা ও পরামর্শ প্রদান করে কৃষি বিভাগ সার্বক্ষণিক পাশে রয়েছে। পরবর্তী মৌসুমে উপজেলার প্রতিটি আশ্রয়ণে বস্তা পদ্ধতিতে সবজি চাষ করা হবে। এতে একদিকে যেমন পতিত জমির স্বদ্যবহার হবে তেমনি আশ্রয়ণবাসীর পুষ্টির চাহিদা পূরণ করে বাড়তি সবজি বিক্রি করে আর্থিকভাবে স্ববলম্বী হবে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন