নড়াইল অফিস:
“স্থিতিশীল নগর অর্থনীতির প্রবৃদ্ধি ও পুনরুদ্ধারে টেকসই নগরসমূহই চালিকাশক্তি”- এই প্রতিপাদ্যকে সামনে রেখে নড়াইলে বিশ্ব বসতি দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে সোমবার (২ অক্টোবর) বেলা দুপুরে জেলা প্রশাসন ও গণপূর্ত বিভাগের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়।
নড়াইল গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ নাহিদ পারভেজের সভাপতিত্বে এ কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আশফাকুল হক চৌধুরী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শ্বাশতী শীল, সিভিল সার্জন ডাঃ সাজেদা বেগম, জেলা আঞ্চলিক পাসপোর্ট অফিসের উপসহকারী পরিচালক মো. জাহাঙ্গীর আলম, জেলা গণপূর্ত অফিসের উপসহকারী প্রকৌশলী মো.সেলিম তালুকদার, নড়াইল জেলা প্রেসক্লাবের সভাপতি এড,আজিজুল ইসলাম, উচ্চমান সহকারী (অতিরিক্ত দায়িত্ব) মো. সবুজ আলী, সিনিয়র হিসাব সহকারী (ক্যাশিয়ার) আলমগীর সাঈদসহ আরো অনেকেই।