আন্তর্জাতিক ডেস্ক:
ভারতের মুম্বাইয়ে হামলার মূলহোতা হাফিজ সাইদের সহযোগী মুফতি কায়সার ফারুককে গুলিতে হত্যা করা হয়েছে। শনিবার (৩০ সেপ্টেম্বর) পাকিস্তানের করাচি শহরে গুলিতে নিহত হন লস্কর-ই তৈয়বার সদস্য কায়সার।
প্রতিবেদনে বলা হয়েছে, করাচি শহরে অজ্ঞাতপরিচয় দুষ্কৃতিকারীর গুলি ফারুকের পিঠে লাগে। দ্রুত তাকে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে।
গোয়েন্দাদের ‘মোস্ট ওয়ান্টেড’ তালিকায় ছিল মুফতি কায়সার। কে বা কারা এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত তা খতিয়ে দেখতে তদন্তে নেমেছে করাচি পুলিশ।
কায়সার ফারুক জঙ্গি সংগঠন লস্কর-ই তৈয়বার অন্যতম প্রতিষ্ঠাতা। ২৬/১১ মুম্বাই হামলার মূলহোতা হাফিজ সাইদের সহযোগী হিসেবেই পরিচিত তিনি।
পাকিস্তানের সংবাদমাধ্যম ডন জানিয়েছে, শনিবার করাচির সামানাবাদ এলাকায় একটি ধর্মীয় স্থানে অজ্ঞাতপরিচয় দুষ্কৃতীরা ৩০ বছর বয়সি কায়সারের ওপর হামলা চালায়। হামলাকারীদের পরিকল্পিত অভিযানেই তিনি খুন হয়েছেন বলে ধারণা করা হচ্ছে।
২০০৮ সালের ২৬ নভেম্বর মুম্বাইয়ের তাজ হোটেলে জঙ্গি হামলা হয়। ২৬ নভেম্বর থেকে ২৯ নভেম্বর পর্যন্ত ধারাবাহিক ওই বোমা হামলায় ১৬৪ জন নিহত ও কমপক্ষে ৩০৮ জন আহত হন।