হোম জাতীয় ফ্লাইওভারের ওপর আগুনে পুড়ে ছাই মাইক্রোবাস

জাতীয় ডেস্ক:

রাজধানীর যাত্রাবাড়ীতে মেয়র হানিফ ফ্লাইওভারে আগুনে পুড়লো একটি মাইক্রোবাস।

ফায়ার সার্ভিসের কন্ট্রোলরুম থেকে জানানো হয়, শনিবার (৩০ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ফ্লাইওভারটির উপর মাইক্রোবাসে আগুনের ঘটনা ঘটে।

খবর পাওয়ার সাথে সাথে তাদের দুইটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায় এবং মাইক্রোবাসে লাগা আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস।

যাত্রাবাড়ী থানার অফিসার ইনচার্জ মো. মফিজুল আলম জানান, মাইক্রোবাসটিতে যান্ত্রিক ত্রুটি ছিল। এই ত্রুটি থেকেই গাড়িটিতে আগুন লেগেছে।

আগুনে কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলে জানিয়েছেন তিনি।

মাইক্রোবাসে আগুনের ঘটনার পর ফ্লাইওভারের ওপর যানজটের সৃষ্টি হয়।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন