শিক্ষা ডেস্ক:
শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, ২০১৭ সালে শুরু হওয়া নতুন শিক্ষাক্রমের গবেষণা ২০২৭ সালে চূড়ান্ত রূপ পাবে।
শনিবার (৩০ সেপ্টেম্বর) বাংলাদেশ শিল্পকলা একাডেমি মিলনায়তনে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের উদ্যোগে চার দিনব্যাপী ‘স্মার্ট চিলড্রেন কার্নিভ্যাল ২০২৩’-এর সমাপনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
দীপু মনি বলেন, নতুন শিক্ষাক্রম নিয়ে অনেকেই অনেক কথা বলেন। ২০১৯, ২০ ও ২১ সালে আমরা এগুলো নিয়ে গবেষণা করেছি, বিভিন্ন মন্ত্রণালয়ে নিয়ে গেছি, তার পরই বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে শিক্ষাক্রম আনা হয়েছে। ২০২৭ সালে এই কারিকুলাম চূড়ান্ত পর্যায়ে যাবে।’
তিনি বলেন, ‘বিশ্ব এখন প্রথম-দ্বিতীয় নয়, পারদর্শিতার ওপর নির্ভরশীল। যারা কোচিংয়ের সঙ্গে সংশ্লিষ্ট তারা খুব ভয় পাচ্ছে। বাড়িতে থেকেই এখন শিক্ষার্থীরা শিখছে। তারা রিইউজ-রিসাইকেল শিখছে। শিক্ষকরাও ক্লাসে পাঠদান না করে শিক্ষার্থীদের মাঠে নিয়ে শেখাচ্ছে।’
শিক্ষামন্ত্রী বলেন, ‘নতুন কিছু নিয়ে দ্বিধা থাকতে পারে, তবে আমাদের শিক্ষার্থীরা সফট স্কিল শিখছে, উপস্থাপন করতে শিখছে, টিমওয়ার্ক করতে শিখছে, যে কোনো পরিবেশে অভিযোজন ক্ষমতা অর্জন করতে শিখছে।’
‘স্মার্ট চিলড্রেন কার্নিভ্যালে’ ৪০ হাজারের বেশি শিশু অংশ নেয়। শিশুদের পাশাপাশি অভিভাবকরাও অনেক আনন্দ করেছেন এই কার্নিভ্যালে।