হোম ফিচার মনোজ প্রামাণিককে মেরে ফেলার হুমকি দিলেন রাজ!

বিনোদন ডেস্ক:

সামনে আসছে বিশ্বকাপ ক্রিকেট সেই আবহ থেকে আয়োজন করা হয়েছে সেলিব্রেটি ক্রিকেট লীগ। গত শুক্রবার (২৯ সেপ্টেম্বর) নির্মাতা মোস্তফা কামাল রাজ ও দীপঙ্কর দীপনের টিমের খেলা চলাকালীন সময়ে ঘটে যায় অপ্রীতিকর ঘটনা। সেই ঘটনা মারামারি ছাপিয়ে হাসপাতাল পর্যন্ত গড়িয়েছে। এমনকী একজন অভিনেতাকে মেরে ফেলারও হুমকি দেয়া হয়েছে।

ম্যাচ শেষে গতকাল রাত সাড়ে ১১টার পর দুই দলের সতীর্থরা খেলাকে কেন্দ্র করে উত্তেজিত হয়ে যায়। একটা পর্যায়ে হাতাহাতি থেকে মারামারিতে রূপ নেয়।

জানা যায়, দীপঙ্কর দীপনের দলের খেলোয়াড় নায়ক জয় চৌধুরীর বক্তব্যঅনুযায়ী, নির্মাতা রাজ অভিনেতা মনোজ প্রামাণিককে মেরে ফেলার হুমকি দেন! অভিনেতা মনির খান শিমুলও খেলছেন দীপঙ্কর দীপনের দলে। এই অভিনেতাও ম্যাচ পাতানোর অভিযোগ তোলেন আয়োজকদের বিরুদ্ধে। একই সঙ্গে আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানান তিনি।

এদিকে, নির্মাতা মোস্তফা কামাল রাজ ও অভিনেতা শরিফুল রাজের বিরুদ্ধে গায়ে হাত তোলার অভিযোগ করেন নায়িকা রাজ রিপা। কান্নাজড়িত কণ্ঠে এর সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবি জানিয়েছেন তিনি।

নির্মাতা দীপঙ্কর দীপন ও আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, এ বিষয়ে অফিসিয়াল বক্তব্য ও ব্যাখ্যা দেবেন। অন্যদিকে, নির্মাতা মোস্তফা কামাল রাজ এই অভিযোগের বিষয়ে কোন মন্তব্য করেনি।

সেলিব্রেটি ক্রিকেট লিগ (সিসিএল) মোট আটটি দলে ভাগ করা হয়েছে। খেলছে শোবিজের আগ্রহী কলাকুশলীরা। প্রতি দলে নারী-পুরুষ তারকারা অংশ নিচ্ছেন। এসব দলের নেতৃত্বে দিচ্ছেন, গিয়াসউদ্দিন সেলিম, সালাহউদ্দিন লাভলু, শিহাব শাহীন, চয়নিকা চৌধুরী, দীপঙ্কর দীপন, সকাল আহমেদ, মোস্তফা কামাল রাজ ও রায়হান রাফী।

প্রসঙ্গত, আসন্ন বিশ্বকাপের আমেজ ধরেই আয়োজন করা হয়েছে শোবিজ তারকাদের নিয়ে প্রথমবারের মতো ‘সেলিব্রেটি ক্রিকেট লীগ’। প্রায় দু সপ্তাহের চর্চা শেষে মিরপুর শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) থেকে শুরু হয়েছে এই খেলা। তবে এই প্রতিবেদন লেখা পর্যন্ত খেলা শেষ হওয়ার খবর নিশ্চিত হওয়া যায়নি।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন