পিরোজপুর অফিসঃ
পিরোজপুরের কাউখালীতে ভয়াবহ অগ্নিকান্ডে এক ব্যবসায়ীর বসত ঘর পুড়ে ছাই হয়েছে। রবিবার (২৮ জুন) সকাল ১০ টার দিকে উপজেলার চিরাপাড়া পারসাতুরিয়া ইউনিয়নে বেকুটিয়া গ্রামের ব্যবসায়ী তোকাচ্ছের হাওলাদারের বসত ঘরে অগ্নিকান্ডের এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, উপজেলা বেকুটিয়া গ্রামের ব্যবসায়ী তোকাচ্ছের হাওলাদারের তালাবদ্ধ ঘরে বিদ্যুতের সর্ট সার্কিটের মাধ্যমে আগুন লেগে ঘরে থাকা গ্যাস সিলিন্ডার বিষ্ফোরণ ঘটলে আগুনের লেলিহান মূহুর্তের মধ্যে ছড়িয়ে পড়ে। ফায়ার সার্ভিসের ২টি ইউনিট ও স্থানীয়দের সহোযোগিতায় ঘন্টা ব্যাপী চেষ্টা করে আগুন নিয়ন্ত্রনে আনে। ততক্ষণে বসত ঘরটি আগুনে পুড়ে ছাই হয়ে যায়। ঘরে থাকা নগদ ২ লাক্ষ টাকা ও স্বর্ণলংকার সহ প্রায় ১০ লক্ষাধিক টাকার ক্ষয় ক্ষতি হয়েছে।