বাগেরহাট প্রতিনিধি:
মোংলার দিগরাজ এলাকায় পানিতে পড়ে ইয়াসিন শেখ নামের ৬ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।
বৃস্পতিবার(২৮ সেপ্টেম্বর) বিকালে দিগরাজের বাশ বাজার সংলগ্ন কওমি মাদ্রাসার পুকুরে মৃতদেহ দেখতে পান স্থানীয় বাসিন্ধা লুৎফর শেখ। এর পর তিনি স্থানীয়দের সহায়তায় উদ্ধার করে দিগরাজ বাজার ক্লিনিক এ নেন। সেখানে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষনা করেন।
স্থানীয়দের ধারনা দুপুরে কেউ ছিলোনা মাদ্রাসা এলাকায় হয়তো গুরতে এসে কোন ভাবে শিশুটি পানিতে পড়ে আর উঠতে পারেনি। নিহত শিশু ইয়াসিন শেখ একই এলাকার হাসান শেখের পুত্র। শিশুটির মা মাছ বাজারে মাছ কাটার কাজ করেন। পিতা হাসান শেখ কয়েক মাস ধরে ঢাকায় থাকেন। শিশুটি মায়ের সাথে বাজারে থাকতো। সব সময় নিজে নিজে খেলাধুলা করে আবার ফিরে আসতো।