দীপক শেঠ,কলারোয়া প্রতিনিধি:
ঘূর্ণিঝড় আম্পানে ক্ষতিগ্রস্ত কলারোয়ায় স্কাউটস ও কাব স্কাউট সদস্যকে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। সামাজিক দূরত্ব বজায় রেখে বাংলাদেশ স্কাউটসের পক্ষ থেকে রোববার বেলা ১১টার দিকে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে এ আর্থিক সহায়তা প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাতক্ষীরার স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মো: হুসাইন শওকত।
তিনি ক্ষতিগ্রস্থ স্কাউটস সদস্য কলারোয়া সরকারি জিকেএমকে পাইলট হাইস্কুলের ১০ম শ্রেণির ছাত্রী জাকিয়া সুলতানা উর্মি ও কাব স্কাউট কলারোয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির ছাত্র কাজী রেজওয়ান আজমকে ১(এক) হাজার টাকা করে আর্থিক সহায়তা প্রদান করেন।
এ সময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ স্কাউটসের কলারোয়া উপজেলা শাখার সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার মৌসুমী জেরিন কান্তা, সাধারণ সম্পাদক প্রধান শিক্ষক আখতার আসাদুজ্জামান চাঁন্দু, সহ.সভাপতি প্রধান শিক্ষক মুজিবুর রহমান, স্কাউটস লিডার মাস্টার মনিরুজ্জামান, কাব লিডার মাস্টার অনুপ কুমার ঘোষসহ অতিথিবৃন্দ।