হোম এক্সক্লুসিভ ‘বিশ্বকাপ পর্যন্ত অধিনায়কত্ব করব, এরপর একদিনও না’ :সাকিব আল হাসান

স্পোর্টস ডেস্ক:

বিশ্বকাপ স্কোয়াডে জায়গা না পাওয়ার পর গতকাল বোমা ফাটিয়েছেন তামিম ইকবাল। ফিটনেস নয় বরং বোর্ডের নোংরামির কারণেই স্কোয়াডে জায়গা হয়নি বলে মনে করেন তিনি। এদিকে সাকিব আল হাসানও কম যান না। তামিমের প্রশ্নগুলোর উত্তর তিনি দেশ ছাড়ার আগেই দিয়ে গেছেন দেশের একটি টেলিভিশন চ্যানেলে। এর পাশাপাশি সেই স্পোর্টস চ্যানেলে টাইগারদের বিশ্বকাপ ভাবনাসহ নিজের ভবিষ্যৎ পরিকল্পনাও তুলে ধরেছেন সাকিব।

টেস্টের অধিনায়কত্ব পাওয়ার পর গত টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে সংক্ষিপ্ত সংস্করণেরও অধিনায়কত্ব পান সাকিব। এরপর তামিম ইকবাল ওয়ানডের অধিনায়কত্ব ছেড়ে দিলে এশিয়া কাপের আগে এই ফরম্যাটের দায়িত্বও সাকিবের হাতে তুলে দেওয়া হয়। গুঞ্জন আছে, অধিনায়কত্ব নেওয়ার সময় সাকিব বিসিবিকে কিছু শর্ত দিয়েছিল। সেগুলোয় রাজি হওয়াতেই নেতৃত্বভার গ্রহণ করেন তিনি।

বিশ্বকাপ খেলতে দেশ ছাড়ার আগে স্পোর্টস চ্যানেলটিকে দেওয়া সাক্ষাৎকারে এই প্রশ্নটিও করা হয়েছিল সাকিবকে। যার উত্তরে তিনি এই গুঞ্জনের সত্যতা নিয়েই প্রশ্ন তুলেন, ‘এ রকম হলে ভালো হতো, কিন্তু কেউ বলতে পারবে না। একটা শর্তও না। যখন আমি এগুলো নিউজে দেখেছি, শুধু হেসেছি। কখনো বলিনি।’

শধু তাই নয়, বিশ্বকাপের পর আর একদিনও অধিনায়কত্ব করতে চান না বলেও জানান সাকিব, ‘এখনকার যে বাস্তব পরিস্থিতি আছে, আমি এই বিশ্বকাপ পর্যন্ত অধিনায়কত্ব করব। একদিন পরেও না।’

বিশ্বকাপের আগে দলীয় পারফরম্যান্স খুব একটা ভালো নয়। স্কোয়াড ঘোষণা নিয়েও উঠেছে প্রশ্ন। মাঠের বাইরের বিতর্কে জেরবার হলেও বিশ্বকপে ভালো কিছু হবে বলেই বিশ্বাস সাকিবের, ‘‘আমি বিশ্বাস করি, আমরা এই বিশ্বকাপে ভালো কিছু করতে পারব। আপনাদের সমর্থন থাকলে আমরা আসলেই ভালো কিছু করতে পারব।’

সম্পর্কিত পোস্ট

মতামত দিন