ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি :
বাগেরহাটের ফকিরহাটে বাংলাদেশ আওয়ামী মৎস্যজীবি লীগ মুলঘর ইউনিয়ন শাখার ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে এ সম্মেলন কলকলিয়া জিসি মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান স্বপন দাশ। সম্মেলন উদ্বোধন করেন ফকিরহাট উপজেলা আওয়ামী মৎস্যজীবি লীগের আহবায়ক শেখ আব্দুল গফফার। এতে সভাপতিত্ব করেন ফকিরহাট উপজেলা আওয়ামী মৎস্যজীবি লীগের সদস্য মো: ইউনুস আলী শেখ।
মুলঘর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সুনির্মল পাড়ই ভক্ত এর স ালনায় প্রধান বক্তা ছিলেন বাগেরহাট জেলা আওয়ামী মৎস্যজীবি লীগের সভাপতি শেখ আ: সবুর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মল্লিক আবুল কালাম আজাদ সাহেব, সহ-সভাপতি শেখ মোস্তাহিদ সুজা, যুগ্ম সাধারণ সম্পাদক শেখর রঞ্জন দেবনাথ, মূলঘর ইউপি চেয়ারম্যান এ্যাড. হিটলার গোলদার, কোষাধ্যক্ষ শেখ ছরোয়ার হোসেন, মুলঘর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা শেখ মো: আবু বকর, উপজেলা আওয়ামী মৎস্যজীবি লীগের সদস্য সচিব সহাদেব বিশ্বাস।
এসময় নলধা-মৌভোগ ইউপি চেয়ারম্যান সরদার আমিনুর রশিদ মুক্তিম উপজেলা আওয়ামী ম’স্যজীবী লীগের যুগ্ম আহবায়ক বাচ্চু মোড়ল সহ আওয়ামী মৎস্যজীবি লীগ ও আওয়ামী লীগ এবং অংগ সহযোগী সংগঠনের অসংখ্য নেতা-কর্মী সমর্থক উপস্থিত ছিলেন। সম্মেলনের দ্বিতীয় পর্বে মো. ইউনুস আলীকে সভাপতি ও প্রদীপ মজুমদারকে সাধারন সম্পাদক নির্বাচিত করা হয়েছে।