স্পোর্টস ডেস্ক:
বিশ্বকাপে খেললে বোর্ডের পক্ষ থেকে তামিমকে ম্যানেজ করে খেলানোর কথা বলা হয় বোর্ডের পক্ষ থেকে। আফগানিস্তানের বিপক্ষে তামিমকে খেলাতে চায় না বোর্ড। এমনকি তাকে নিচে ব্যাট করার প্রস্তাব দেওয়া হয়।
তিনি বলেন, ‘বোর্ডের টপ লেভেল থেকে একজন ফোন করলেন। উনি আমাকে বললেন তুমি তো ওয়ার্ল্ড কাপে যাবা। তোমাকে তো ম্যানেজ করে খেলাতে হবে। তুমি এক কাজ কর, আফগানিস্তানের বিপক্ষে তুমি খেলো না। যদি খেলো তবে তোমাকে আমরা নিচে ব্যাট করাব।’