হোম অন্যান্যসারাদেশ ব্রাহ্মণবাড়িয়ায় স্কুলছাত্রীকে উত্ত্যক্ত করায় যুবকের কারাদণ্ড

অনলাইন ডেস্ক:

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে স্কুলছাত্রীকে উত্ত্যক্ত করার দায়ে মাসুম নামে এক বখাটে যুবককে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার বীরগাঁও স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নবীনগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদা জাহান।

মো. মাসুম (২৪) নবীনগর উপজেলার বীগাঁও ইউপির গৌরনগর এলাকার রফিকুল ইসলামের ছেলে।

ভুক্তভোগী ও এলাকাবাসী জানায়, নবীনগর উপজেলার বীরগাঁও ইউনিয়নের গৌরনগর গ্রামের মাসুম বখাটে প্রকৃতির যুবক। মেয়েদের বিরক্ত করাই হচ্ছে তার স্বভাব। তার বখাটেপনার কারণে তার স্ত্রীও তাকে ছেড়ে চলে গেছে। তিনি প্রায় সময় স্কুল ও কলেজে পড়ুয়া ছাত্রীদের ইভটিজিং করে আসছিল। উপজেলার বীরগাঁও স্কুল অ্যান্ড কলেজের নমব শ্রেণির এক ছাত্রীকে তিনি ইভটিজিং করতেন নিয়মিত। এ অবস্থায় ওই ছাত্রীর বাবার অভিযোগের ভিত্তিতে দুপুরে স্কুল প্রাঙ্গণে ছাত্রীদের ইভটিজিং করা অবস্থায় মাসুকে আটক করা হয়। তার মোবাইল ফোনে মেয়েদের সঙ্গে আপত্তিকর ছবি ও ভিডিও পাওয়ায় তার মোবাইল জব্দ করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মাসুমকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকারী নবীনগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদা জাহান সাংবাদিকদের জানান, নবম শ্রেণির এক ছাত্রীকে উত্ত্যক্ত করার অপরাধে মাসুমকে ছয় মাসের কারাদণ্ড দেয়া হয়েছে। জেল থেকে বের হয়ে এ ধরনের কাজ করবে না মর্মে তার কাছ থেকে মুচলেকা আদায় করা হয়েছে। জনস্বার্থে ভ্রাম্যমাণ আদালতের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন