ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি :
বাগেরহাটের ফকিরহাটে ব্র্যাক ওয়াশ কর্মসুচির আয়োজনে মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) সকাল ১০টায় উপজেলা অডিটোরিয়ামে পানি উদ্যোক্তাদের নিয়ে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান স্বপন দাশ। সবঅপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মারুফা বেগম নেলী।
অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) মো. আছুদুর রহমান, ব্র্যাক ওয়াশ কর্মসুচির বিভাগীয় ব্যবস্থাপক মো. শফিকুর রহমান, উপ-সহকারী জনস্বাস্থ্য প্রকৌশলী মো. হাসিবুর রহমান, ব্র্যাকের জেলা সমন্বয়কারী ইদ্রিস আলী, এলাকা ব্যবস্থাপক মো. মহিদুল ইসলাম প্রমূখ। এসময় ব্র্যাকের আমজাদ হোসেন, নরোত্তম গোলদার সহ বিভিন্ন পানি উদ্যোক্তা উপস্থিত ছিলেন।